দুর্ধর্ষ পারফরম্যান্সের পর মহম্মদ সামির হাতে চুম্বন রবিচন্দ্রন অশ্বিনের

নভে. 16, 2023

No tags for this post.
Spread the love

R Ashwin & Mohammed Shami. ( Image Source: BCCI )

নিউ জিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন হওয়া থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতের সেই সাফল্যের রাস্তাতেই প্রধান কারিগড় ছিলেন মহম্মদ সামি। নিউ জিল্যান্ডের দুর্ধর্ষ ব্যাটিং লাইনআপকে একাই বিধ্বস্ত করেছিলেন মহম্মদ সামি। সেমিফাইনালের মতো মঞ্চে একাই সাত উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি্। নিউ জিল্যান্ডের টপ অর্ডার থেকে মিডল অর্ডারকে একাই শেষ করে দিয়েছিলেন তিনি। আর তাতেই আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন।

সামির হাতের জাদুতে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া।  ড্রেসিংরুমে ফেরার পর সেই হাতই স্নেহের চুম্বন এঁকে দিলেন আরেক ভাতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সেই ছবি অবশ্য ভাইরাল হতে খুব একটা বেশী সময় নেয়নি। এবারের বিশ্বকাপে যে ম্যাচ থেকে মহম্মদ সামি খেলছেন সেই ম্যাচ  থেকেই দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সামি। সেমিফাইনালের মঞ্চে এখনও পর্য়ন্ত বিশ্বকাপের ম়্চে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একাই সাত উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি

কিউইদের বিরুদ্ধে তিনি একাই তুলে নিয়েছিলেন সাত উইকেট। টপ অর্ডার তেকে মিডল অর্ডার, মহম্মদ সামির ধাক্কাতেই শেষ হয়ে গিয়েছিলেন। ডেভন কনওয়ের উইকেট নিয়ে এদিন যাত্রা শুরু করেছিলেন এই তারকা ক্রকেটার। সেই থেকেই রাচিন রবীন্দ্র, কেন উইলিামসন, টম ল্যাথামদের মতো তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। যখনই নিউ জিল্যান্ড কোনও বড় পার্টনারশিপ গড়ার দিকে এগিয়েছিল সেই সময়ই ভারতীয় দলের প্রধান অস্ত্র হয়ে উঠেছিলেন মহম্মদ সামি। তাঁর এই পারফরম্যান্সই মুগ্ধ করেছিল ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটারকে। ড্রেসিংরুমে ফেরার পরই মহম্মদ সামির সেই হাত ছুঁয়ে তো দেখলেনই, সেইসঙ্গে একেদিলেন চুম্বনও

All smiles in the Indian dressing room following the semi-final triumph against New Zealand at Wankhede. pic.twitter.com/CzuSh2QKYW

— CricTracker (@Cricketracker) November 16, 2023

এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক মহম্মদ সামির। এখনও পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। সেখানেই ২৩টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। ভেঙে দিয়েছেন একের পর এক রেকর্ড। সেইসঙ্গেই জাহির খানকেও ছাপিয়ে গিয়েছেন মহম্মদ সামি। বুধবার কেরিয়ারের শততম ওডিআই ম্যাচে নেমেছিলেন মহম্মদ সামি। সেখানেই নিজের সেরা পারফরম্যান্স দেখালেন এই তারকা ক্রিকেটার।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে তিনিই দ্রুততম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছেন ৫০ উইকেট। মহম্মদ সামির এই পারফরম্যান্স নিয়েই এখন চর্চা সকলের মুখে।

The post দুর্ধর্ষ পারফরম্যান্সের পর মহম্মদ সামির হাতে চুম্বন রবিচন্দ্রন অশ্বিনের appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8