Riyan Parag. (Photo Source: Twitter)
পশ্চিমাঞ্চলকে ১৫৭ রানে পরাজিত করে দেওধর ট্রফি ২০২৩-এর ফাইনালে পৌঁছে গেল পূর্বাঞ্চল। এই ম্যাচে রিয়ান পরাগ একটি দুরন্ত শতরান করেছেন। দেওধর ট্রফির এই মরসুমে এটি ছিল তার দ্বিতীয় শতরান। তিনি নিজের পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন।
প্ৰথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৯ রান তোলে পূর্বাঞ্চল। ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৪৩ বলে ৩৮ রান করেন। আরেক ওপেনার উৎকর্ষ সিং ৫২ বলে ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। ঈশ্বরণ এবং উৎকর্ষ মিলে ৫৯ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। বিরাট সিংও ভালো রান পেয়েছেন। তিনি ৫২ বলে ৪২ রান করে আউট হন। তার এবং উৎকর্ষের মধ্যে ৬৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। অধিনায়ক সৌরভ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ খুব বেশি রান করতে পারেননি। সৌরভ এবং শাহবাজ যথাক্রমে ২৮ বলে ১৩ রান এবং ২ বলে ৭ রান করেন। এরপর রিয়ান পরাগ এবং কুমার কুশাগরা মিলে ১৫০ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। কুশাগরা ৪টি ছয় সহ ৪৭ বলে ৫৩ রানের একটি দারুণ ইনিংস খেলে আউট হন। রিয়ান পরাগ মাত্র ৬৮ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ৫টি ছয় মারেন।
শামস মুলানি ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। আরজান নাগওয়াসওয়ালা এবং অতীত শেঠ যথাক্রমে ৮ ওভারে ৬৮ রান এবং ৯ ওভারে ৫৯ রান দিয়ে ১টি করে উইকেট নেন।
মণিশঙ্কর মুরাসিং দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছেন
রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় পশ্চিমাঞ্চল। ওপেনার হারভিক দেশাই বাদে পশ্চিমাঞ্চলের আর কোনও ব্যাটার ২০ রানের গন্ডি পার করতে পারেননি। দেশাই ৯২ বলে ৯২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৩টি চার এবং ২টি ছয়। তিনি ওপেন করতে নেমে সবার শেষে আউট হয়েছিলেন।
এই ম্যাচে পূর্বাঞ্চলের সবথেকে সফল বোলার ছিলেন মণিশঙ্কর মুরাসিং। তিনি ৭ ওভারে ২৮ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। উৎকর্ষ সিং ৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ ১টি করে উইকেট নিতে সক্ষম হন।
The post দেওধর ট্রফি ২০২৩: রিয়ান পরাগের দুরন্ত শতরানের হাত ধরে পশ্চিমাঞ্চলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিল পূর্বাঞ্চল appeared first on CricTracker Bengali.