Shakib Al Hasan. ( Image Source: Disney+Hotstar )
সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচই এখন বিতর্কের কেন্দ্রে রয়েছে। বিশেষ করে সেই বিতর্কের মধ্যমণি বাংলাদেশের অধিনা.ক সাকিব অল হাসান। শ্রীলঙ্কার অ্যাঞ্জেেলো ম্যাথুজের আউটের সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে সেই বিতর্ক। ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে টাইমড আউট নি.মের শিকার হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর সেই সিদ্ধান্ত নিয়েই এই মুহূর্তে গোটা ক্রিকেট মহল দ্বিধা বিভক্ত। সাকিব অল হাসানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন প্রাক্তনব তেকে বিশেষজ্ঞরা। যদিও সাকিব কিন্তু তাঁর এই কাজের মধ্যে কোনওরকম ভুল দেখতে পাচ্ছেন না।
ম্যাচ শেষে সাকিব অস হাসানকে যে এই প্রশ্নের সম্মুখীন হতে হত তা ভালভাবেই জানা ছিল বাংলাদেশের অধিনায়কের। সেই মতো নিজেকে প্রস্তুতও করে রেখেছিলেন এই তারকা অল রাউন্ডার। অ্যাঞ্জেলো ম্যাথুজকে সেভাবে আউট করার জন্য কোনওরকম আফসোস নেই সাকিব অল হাসানের। তাঁর মতে এটা শুধু ম্যাচ নয় , তাঁর কাছে একটা যুদ্ধ। সেখানে জেথার জন্য় সবকিছু করতে পারেন তিনি। দেশের কথা ভেবেই এই নিয়ম কাজে লাগিয়েছেন সাকিব অল হাসান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন সাকিব অল হাসান
এদিন ম্যাচের ২৫ নম্বর ওভারে ঘটে সেই ঘটনাটি। সেই সময় সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পরই মাঠে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সময় মতো এলেও তাঁর হেলমেটে সমস্যা দেখা দেওয়ায়, তা ঠিক করার চেষ্টাতেই সমনয় চলে য়ায় অ্যাঞ্জেলো ম্যাথুজের। সেই সময়ই টাইমড আউটের আপিল করেছিলেন সাকিব অল হাসান। প্রথমে অবশ্য এমনটা হতে পারে বিশ্বাস করতে পারেননি শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। কিন্তু শেষপর্যন্ত সাকিব অলস হাসানের ছিল নাছোর মনোভাব। এমনটা দেখার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে। যদিও সাকিব অল হাসান এতে কোনওরকম ভুল রয়েছে তা মানতে নারাজ। তাঁর মতে দেশের জয়ের জন্য যা করা উচিত্ সেটাই করবেন তিনি।
ম্যাচ শেষে সাকিব অল হাসান জানিয়েছেন, এটা ক্রিকেটের আইনে রয়েছে। আমি জানি না এটা ঠিক নাকি ভুল। কিন্তু সেই সময়. আমার মনে হয়েছিল যে এই জায়গাটা আমার কাছে যুদ্ধের থেকে কম কিছু নয়। দলের জয়ের জন্য সেই সময় যেকোনও সিদ্ধান্ত আমায় নিতে হোক না কেন, আমি নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। সেটা ভুল নাকি ঠিক তা নিয়ে নানান আলোচনা, তর্ক চলবে। সেই সমস্ত জিনিস নিয়ে আমি একেবারেই চিন্তিত নই।
বিশ্বকাপের মঞ্চ থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য এই ম্যাচে জিততেই হত তাদের। সেখানেই যেকোনও উপায়ে জেতার জন্য প্রস্তুত ছিলেন বাংলাদেশ অধিনায়াক। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের মঞ্চে এই ম্যাচে সেরার শিরোপাও উঠেছিল সাকিব অল হাসানের মাথায়।
The post দেশের জয়ের জন্য সবকিছু পারেন তিনি, ম্যাথুজের আউটের বিতর্কের মাঝেই সাকিবের সাফ বার্তা appeared first on CricTracker Bengali.










