Tilak Varma and SuryaKumar Yadav. (Photo Source: Twitter)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করার পরই এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিলক বর্মা। সবকিছু ঠিকঠাকচললে এশিয়া কাপের মঞ্চে ফের একবার ভারতীয় দলের জার্সিতে দেখা যেতেচলেছে অএই তরুণ ক্রিকেটারকে। এশিয়া কাপের মঞ্চেই এই তরুণ ক্রিকেটারকে দেখার অপেক্ষায় আরেত ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ার। তাঁর মতে বাং বাতি এই তরুণ ক্রিকেটারকে এসিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের চার নম্বর পজিশনে কাজে লাগানো উচিত্। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
কয়েকদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বি্রুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তিলক বর্মার। দেশের জার্সিতে প্রথম সিরিজেই সকলের নজর কেড়েছিলেন তিনি। এমনকী এবারের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন এই তরুণ ক্রিকেটার। এরপরই এসিয়া কাপের দলে সকলকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এবার তাঁর এশিয়া কাপ অভিষেক হয় কিনা সেটাই শুধু দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে ১৭৩ রান করেছিলেন তিলক বর্মা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিলক বর্মা। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ১৭৩ রান করেছিলেন তিলক বর্মা। তাঁর সেই পারফরম্যান্স দেখানোর পর থেকেই এই তরুণ ক্রিকেটারকে এশিয়া কাপের দলে নেওয়ার কথা বলতে শুরু করেছিলেন বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররা। অবশেষে সেটাই হয়েছে। দেশের জার্সিতে এসিয়া কাপের মঞ্চে খেলার সুযোগ পেয়ে আপ্লুত হয়েছিলেন তিলক বর্মাও। তাংকে নিয়ে উচ্ছ্বসিত অভিষেক নায়ারও। এখন শুধুই তাঁর মাঠে নামার অপেক্ষায় রয়েছেন অভিষেক নায়ার।
এই প্রসঙ্গে অভিষেক নায়ার জানিয়েছেন, “তিনি সত্যিই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। বিশেষভাবে যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা এক কথায় অসাধারণ। তচিনি একজন বাঁ হাতি ব্যাটার এবং চার নম্বর পজিশনে ব্যাটিং করতে পারেন। সেইসঙ্গে তিনি যে বোলিংও করতে পারেন সেটাও সকলে দেখে নিয়েছে। টি টোয়েন্টি এবং ওডিআই ফর্ম্যাটে বেশ কয়েক ওভার বোলিং করতে পারেন তিনি। তিনি একজন অসাধারণ তরুণ প্রতিভা। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটেই সেই পারফরম্যান্স দেখিয়েছেন তিনি”।
এবারের আইপিেলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে পৌঁছনোর পিছনে সূর্যকুমার যাদবের সঙ্গে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তরুণ ক্রিকেটার। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১১ ইনিংসে ৩৪৩ রান করেছিলেন তিলক বর্মা। সেই থেকেই ভারতীয় দলের নির্বাচকদের নজরে পড়ে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
The post দেশের জার্সিতে তিলক বর্মাকে এশিয়া কাপের মঞ্চে দেখার অপেক্ষায় অভিষেক নায়ার appeared first on CricTracker Bengali.