Steve Smith. (Photo by Ian Hitchcock/Getty Images)
২৪শে সেপ্টেম্বর, রবিবার, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হয়েছে। এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে কিছু পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। এছাড়াও মিচেল মার্শকে বিশ্রাম দেওয়া হয়েছে। কামিন্সের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন স্পেন্সার জনসন।
প্ৰথম একদিনের ম্যাচটিতে ৫ উইকেটে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল ৫০ ওভারে ২৭৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। ভারত ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে ২৮১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। এই ম্যাচে মহম্মদ শামি দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নিয়েছিলেন। ভারতের ব্যাটিং বিভাগও ভালো পারফরম্যান্স দেখিয়েছিল। শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, সূর্যকুমার যাদব এবং কেএল রাহুলের ব্যাট থেকে ভালো রান এসেছিল। তারা প্রত্যেকেই অর্ধশতরান করতে সক্ষম হয়েছিলেন।
অন্যদিকে, ডেভিড ওয়ার্নার এই ম্যাচটিতে অর্ধশতরান করেছিলেন। স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন এবং জশ ইঙ্গলিসও ভালো রান পেয়েছিলেন। এই ম্যাচটিতে অস্ট্রেলিয়া কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।
দ্বিতীয় ওডিআই ম্যাচে প্রথমে ব্যাটিং করছে ভারত
দ্বিতীয় একদিনের ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত শুরুতেই রুতুরাজ গায়কওয়াড়ের উইকেট হারায়। তিনি ১২ বলে মাত্র ৮ রান করে আউট হন। এরপর শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার মিলে ৬৩* রানের পার্টনারশিপ করেন। গিল এবং আইয়ার যথাক্রমে ২৭ বলে ৩২ রান এবং ২০ বলে ৩৪ রান করে অপরাজিত রয়েছেন। বৃষ্টির কারণে এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। ভারত ৯.৫ ওভারে ১ উইকেটে ৭৯ রান করেছে। শেষমেশ এই ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।
ভারত: শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ইশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস ল্যাবুশেন, জশ ইঙ্গলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, স্পেন্সার জনসন।
The post দ্বিতীয় ওডিআইতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ, বিশ্রামে প্যাট কামিন্স appeared first on CricTracker Bengali.