Axar Patel. (Photo Source: BCCI/Twitter)
আর কিছুক্ষণপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেই ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য পূরণ করে ফেলবে ভারতীয় দল। সেই লক্ষ্যে নামার আগেই ভারতীয়দলের প্রথম একাদশ নিয়ে বিশেষ পরামর্শ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। তাঁর মতে এই ম্যাচে অক্ষর পটেলকেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের খেলানো উচিত্। অবশ্যই পিচ চূড়ান্ত পরিদর্শনের পরই সিদ্ধান্ত নেওয়ার কথাও তিনি বলেছেন। তবে দলে কোনও পরিবর্তন হলে অক্ষর পটেলকেই খেলানোর বার্তা দিয়েছেন তিনি।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনদিনে জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। একইসঙ্গে এক ইনিংস ও ১৪১ রানে সেই ম্যাচ জিতে নিয়েছিল ভারত। সেই পারফরম্যান্স যে এই ম্য়াচেও টিম ইন্ডিয়া ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেই দলেই এবার অক্ষর পেলকে সুযোগ দেওয়ার পরকামর্শ আকাশ চোপড়ার। তাঁর মতে এই পিচ যদি ডমিনিকার মতোই হয় সেখানে একজন পেসারকে বিশ্রাম দিয়ে অক্ষর পটেলকেই খেলানো উচিত্।
ভারতীয় স্কোয়াডের সঙ্গেই রয়েছেন অক্ষর পটেল
তবে পরিস্থিতি বুঝেই অক্ষর পটেলকে খেলানোর কথাও জানিয়েছেন তিনি। আকাশ চোপড়ার মতে পোর্ট অব স্পেনের পিচও যদি ডমিনিকার মতো হয় তবে সেখানে ভারতীয় টিম ম্যানেজমেন্টের একজন পেসারকে বিশ্রাম দেওয়া উচিত্। সেখানেই অক্ষর পটেলকে খেলানোর বার্তা দিয়েছেন। তবে পিচে যদি ময়েস্চার ও ঘাস থাকে সেখানে দল পরিবর্তনের প্রয়োজন আছে কিনা তা ভারতীয় টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে জিও সিনেমায় আকাশ চোপড়া জানিয়েছেন, “যদি এই ম্যাচের পিচ একেবারে সেই ডমিনিকার মতোই হয় তবে ঐমাপর মনে হয় সেখানে একজন পেসারকে বিশ্রাম দেওয়াই উচিত্। সেখানেই প্রথম একাদশে অক্ষর পটেলকে খেলানো যেতে পারে। তবে আমার মনে হচ্ছে এই পিচে খানিকটা হলেও ঘাস থাকতে পারে। একইসঙ্গে এই পিচে ময়েস্চারও থাকতে পারে। যদি তেমনটা হয়, তবে ডমিনিকায় যে প্রথম একাদশ খেলানো হয়েছিল দ্বিতীয় ম্যাচেও সেই একাদশই নামানো উচিত্ ভারতীয় দলের”।
প্রথম ম্যাচে অবশ্য ভারতীয় বোলারদের হয়ে সব কাজটা একা রবিচন্দ্রন অশ্বিনই করে দিয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে তিনি একাই তুলে নিয়েছিলেন ১২টি উইকেট। দ্বিতীয় ম্যাচেও অশ্বিন জাদু চললে যে ভারতীয় দলের বকিদের খুব একটা কিছু করতে হবে না তা বলাই যায়।
The post দ্বিতীয় টেস্টে অক্ষর পটেলকে খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.