Mukesh Kumar. ( Image Source: BCCI )
আর কিছুক্ষণ পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এই চলচি সিরিজেই দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এক বিরল রেকর্ড গড়েছেন মুকেশ কুমার। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে একটি সফরেই তিন ফর্ম্যাটে দেশের জার্সিতে অভিষেক করার রেকর্ড গড়েছেন মুকেশ কুমার। তার আগে ভারতীয় ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়েছিলেন একমাত্র টি নটরাজন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজেই ভারতীয় দলের জার্সিতে সেই বিরল রেকর্ড গড়েছেন মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক করার সুযোগ পাননি মুকেশ কুমার। যদিও সেই অপেক্ষাটা অবশ্য খুব একটা বেশী করতে হয়নি বাংলার এই তরুণ পেসারকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মুকেশ কুমারের। সে্খানেই অভিষেক টেস্টে খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি এই তরুণ ক্রিকেটার। প্রখম টেস্টে দুই উইকেট পেয়েছিলেন মুকেশ কুমার। সেখানে তাঁর ইকনমি রেট রয়েছে ২.৩০।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে মুকেশ কুমারের
এই সিরিজেই দেশের জার্সিতে ওডিআই ফর্ম্যাটেও অভিষেক হয়েছিল মুকেশ কুমারের। অভিষেক মঞ্চে নিজের পারফরম্যান্সও করে চলেছেন ২৯ বর্ষীয় এই তরুণ ক্রিকেটার। ওডিআই ফর্ম্যাটে অভিষেক ম্যাচেই ২২ রানে ১ উইকেট তুলে নিয়েছিলেন মুকেশ কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে তিনি চার উইকেট তুলে নিয়েছি্লেন। সেইসঙ্গে গোটা সিরিজে বোলিং করেছিলেন ১৫ ওভার। সেই মুকেশ কুমার এবার ভারতীয় দলের হয়েটি টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলের হয়ে অভি্ষেক করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে অভিষেক হয়েছে মুকেশ কুমারের। যদিও দেশের জার্সিতে কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি ম্যাচেই উইকেট তুলতে পারেননি বাংলার মুকেশ কুমার। কিন্তু সেখানে অভিষেকের সঙ্গেই নিজের মুকুটে নতুন পালকও তুলেছেন মুকেশ কুমার। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এক সফরেতিন ফর্ম্যাটেই অভিষেক করার রেকর্ড গড়েছেন তিনি। ২০২০-২১ মরসুমে এই রেকর্ড প্রথম ক্রিকেটার হিসাবে গড়েছিলেন টি নটরাজন।
সেই বিরল রেকর্ডের মালিকই এবার হয়েছেন মুকে কুমার। দ্বিতীয় টি টোয়েন্টিতেও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার। সেখানেই তিনি উইকেট তুলতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে নতুন নজির গড়েছেন বংলার মুকেশ কুমার appeared first on CricTracker Bengali.