Jos Buttler. ( Photo Source: Shyam Sharma/Hindustan Times, Gareth Copley/Getty Images )
মঙ্গলবার বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ইংল্যান্ড। প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগেই গলের প্রতিটি ক্রিকেটারকে সাবধান করে দিচ্ছেন ব্রিটিশ অধিনায়ক। প্রতিপক্ষের থেকে এই ম্যাচে ধরমশালার মাঠই বেশী চিন্তায় রাখছে ব্রিটিশ অধিনায়ককে। এই ম্যাচে গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচেই ধরমশালার আউট ফিল্ডের ভয়াবহ ছবি দেখা গিয়েছিল। আফগানিস্তানের ক্রিকেটার মুজিব রহমনের ডাইভ দিতে মাঠের খারাপ অবস্থা সকলের চোখে পড়েছিল। সেই ঘটনা দেখার পর থেকেই আতঙ্কিত সকলে।
ধরমশালায় প্রথম ম্যাচ হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছ। সেখানকার আউটফিল্ড দেখার পর থেকে কার্যত সকলেই বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। বিশ্বকাপের মঞ্চে কোনও অধিনায়কই চাইবেন না তাঁর দলের ক্রিকেটারদের কোনওরকম চোট আঘাত হোক। জস বাটলারও তার ব্যতিক্রম নন। সেই কারণেই বাংলাদশের বিরুদ্ধে নামার আগে অত্যন্ত সাবধানী ব্রিটিশ অধিনায়ক জস বাটলার। বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের ক্রিকেটারদের মাঠে ডাইভ না দেওয়ারই বার্তা দিয়েছেন জস বাটলার। চোট আঘাত এড়ানোর জন্যই এবার এই কৌশল।
বিশ্বকাপের মঞ্চে হার দিয়ে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড
আফগানিস্তানের ক্রিকেটার মুজিব রহমনের মাঠে ডাইভ দিতে গিয়ে বেকায়দায় পড়ে সযাওয়ার ছবি দেখার পর থেকেই সকলে সমাবোচনায় মুখর হয়েছেন এই মাঠের। সেই ম্যাচে বড়সড় চোট না হলেও, অন্যান্য ক্রিকেটাররা টোট পেলেও সেখানে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। অন্যদিকে এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে জয়ের মুখ দেখতে পায়নি ইংল্যান্ড। প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারতে হয়েছিল ব্রিটিশ বাহিনীকে। বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছে ব্রিটিশ বাহিনী। কিন্তু তার আগে এই মাঠই যেন ভয় ধরাচ্ছে জস বাটলারদের মনে।
Here’s the Dharamsala outfield ahead of England vs Bangladesh tomorrow – rated “average” by the officials on Saturday pic.twitter.com/h1Dp1MVVEt
— Matt Roller (@mroller98) October 9, 2023
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ হওয়ার পরই ধরমশালাকে অ্যাভারেজ তকমা দিয়েছে আইসিসি। সমালোচনা এখনও পর্যন্ত চলছে। ইংল্যান্ড শিবিরও য়ে মাঠ নিয়ে খুব একটা বেশী স্বস্তি রয়েছে তেমনটা নয়। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। শোনাযাচ্ছে মাঠের এমন পরিস্থিতি দেখে নাকি বেন স্টোকসকেও না খেলানোর পথে হাঁটতে চলেছে ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মঞ্চে তিনি যে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা তা বলার অপেক্ষা রাখে না।
শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। বাংলাদেশ অবশ্য তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানেক বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই জয়ই সাকিব অল হাসানদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে বলে মনে করছেন সকলে।
The post ধরমশালার মাঠ নিয়ে চিন্তায় ইংল্যান্ড, ক্রিকেটারদের ডাইভ না দেওয়ার বার্তা জস বাটলারের appeared first on CricTracker Bengali.










