ধোনি, ক্লার্ক এবং মর্গ্যানের পর রোহিত শর্মা কী পারবেন ঘরের মাঠে বিশ্বকাপ ধরে রাখতে ?

নভে. 17, 2023

Spread the love

Wc Captains. ( Image Source: Getty images )

২০১১ সালে ভারতের মাটি থেকেই একটা ধারা শুরু হয়েছিল। ঘরের মাঠে বিশ্বকাপ জিতে এক অনন্য রেকর্ড গড়েছিল টিম ইন্ডিয়া। সেই থেকেই চলছে এই ধারা। ২০১৯ সাল পর্যন্ত আয়োজক দেশের হাতেই উঠেছে বিশ্বকাপের ট্রফি। এবার ভারতের মাটিতে বসেছে বিশ্বকাপের আসর। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালেও পৌঁছেছে টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গেই রোহিত শর্মাদের ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আহমেদাবাদেও এই ধারা বজায় থাকবে নাকি সেখান থেকেই শুরু হবে নতুন ধারার।

প্রায় ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি। ২০০৩ সালের লড়াইয়ে ভারতকে হেরে মাঠ ছাড়তে হয়েছিল। এবার সেই ঘটনারই প্রতিশোধ নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে ফাইনাল ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ভারত ঘরের মাঠেই বিশ্বকাপ ধরে রাখার ধারা বজায় রাখতে পারে নাকি, অস্ট্রেলিয়া ফের একবার ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে পারে সেটাই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

২০১১ সাল থেকে এখনও পর্যন্ত আয়োজক দেশের দখলেই বিশ্বকাপের ট্রফি থেকে। শেষবার ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আসর বসেছিল। সেখানে নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশব্কাপ জিতেছিল ব্রিটিশ বাহিনী। নিজেদের ঘরেই বিশ্বকাপের ট্রফি রেখে দিয়েছিল তারা। ঠিক একইরকমভাবে ২০১৫ সালে ঘরের মাঠেই শেষবার ওডিআই বিশ্বকাপ জিতছিল অস্ট্রেলিয়া। এবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে আয়োজক দেশ ভারত। পরিসংখ্যান ইঙ্গিত কিন্তু ভারতের দিকেই রয়েছে।

ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পরিসংখ্যান

২০১১- ভারত
২০১৫ – অস্ট্রেলিয়া
২০১৯ – ইংল্যান্ড
২০২৩ – ?

চলতি বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে অপরাজিত রয়েছে তারা। দশ ম্যাচর মধ্যে দশটিতেই জয় তুলে নিয়েছেেন রোহিত শর্মারা। শেষ ম্যাচে নক আউটে  তাদের সবচেয়ে বড় বাধা নিউ জিল্যান্ডকেও টপকে গিয়েছে টিম ইন্ডিয়া। অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে মহম্মদ সামি , জসপ্রীত বুমরারা।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার। সেখানেই বল হাতে সকলকে ছাপিয়ে গিয়েছিলেন মহম্মদ সামি। একাই তুলে নিয়েছিলেন ৭টি উইকেট। এবার আহমেদাবাদের বাইশগজে নামার পালা তাদের। ঘরের মাঠে খানিকটা যে এগিয়ে থেকেই নামছে টিম ইন্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন নজর রয়েছে সকলে।

The post ধোনি, ক্লার্ক এবং মর্গ্যানের পর রোহিত শর্মা কী পারবেন ঘরের মাঠে বিশ্বকাপ ধরে রাখতে ? appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador