Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)
বর্তমানে মানুষের কাজের ধারা এখনও অনেকটাই অন্যরকম। রেস্তোঁরা, কিংবা অন্য কোথাও গিয়ে খাওয়ার মানুষের হাতে খুবই কম। সেখানেই খাওয়ার সরবরাহকারী সংস্থার ওপর এখন এনেকটাি নির্ভরশীল হয়ে পড়ছে সকলে। বিভিন্ন অ্যাপের মাধ্যমে সহজেই নিজেদের বাড়িতে বসে প্রিয় জায়গার খাওয়ার পেয়ে যাচ্ছেন সকলে। এবার তেমনই এক সংস্থার সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক নতুন খাওয়ার সরবরাহকারী সংস্থার কিছু অংশ নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আগামী ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। এবারের জন্মদিনটা তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ঘিরে যে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তার ঢল নামবে তা বলার অপেক্ষা রাখে না। তার আগেই এই নতুন খাওয়ার সরবরাহকারী সংস্থার সঙ্গে যুক্ত হলেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। অন্যান্য বাঙালীদের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ও যে অত্যন্ত খাদ্যরসিক তা বলার অপেক্ষা রাখে না। সেই তিনিই এবার যুক্ত হলেন এক খাওয়ার সরবরাহকারী সংস্থার সঙ্গে।
৮ জুলাই ৫১-এ পা দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
২০১৬ সালে এই সংস্থা শুরু হয়েছিল। ইন্টারসিটিতেই ছিল তাদের খাওয়ার সরবাহের ব্যবস্থা। কিন্তু এবার সেই গন্ডীটাই বাড়াতে চাইছে তারা। সেখানেই আরও অন্যান্য সংস্থার মতো এবারপ ইনট্রা সিটিতেই নিজেদের গন্ডী বাড়াতে চলেছে। তার আগেই তাদের সঙ্গে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতবছরই বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও এবারের আইপিএলে তাঁকে অন্যরূপেই দেখা গিয়েছে। দিল্লি ক্যাপিটালস শিবিরের ক্রিকেটের ডিরেক্টর পদেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায। যদিও দিল্লি ক্যাপিটালস খুব একটা ভাল পারফরম্যান্স এবারের আইপিএলে দেখাতে পারেনি।
এই নতুন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমি নিজেই বাড়িতে খেতে এবং খাওয়ার আনিয়ে তা খেতে বি্শেষ ভালবাসি। সাম্প্রতিককালে বহু মানুষেরই কাজের সময় দীর্ঘ। সেখানে রেস্তোঁরাতে গিয়ে তাদের পক্ষে খাওয়াটা সত্যিই খুব সমস্যা হয়ে দাঁড়ায়। কার্যত অসম্ভবই হয়ে পড়ে। সেজন্যই এখানে ব্যক্তিগতভাবে বিনিয়োগ করে খানিকটা স্টেক নিয়ে রাখছি”।
আসন্ন মরসুমেও দিল্লি ক্যাপিটালস শিবিরের সঙ্গে যুক্ত থাকতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রিকি পন্টিং এবং তাঁর ওপরই বিশেষ ভরসা রাখতে চলেছে দিল্লি ক্যাপিটালস শিবির। এবার এক নতুন দিকে বিনিয়োগ প্রাক্তন ভারত অধিনায়ক।
The post নতুন খাওয়ার সরবরাহকারী সংস্থাতে বিনিয়োগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের appeared first on CricTracker Bengali.