Naseem Shah. Photo Source: (Surjeet Yadav/Getty Images)
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ চড়লেও শেষপর্যন্ত তা হচ্ছে না। আগামী রবিবার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। হাড্ডহাড্ডি লড়াই করেও শেষপর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। হারের পর থেকেই তাদের লনিয়েশুরু হয়েছে নানান সমালোচনা। সেইসঙ্গেই পাকিস্তান শিবিরে আরও একটা অস্বস্তি রয়েই গিয়েছে। শোনাযাচ্ছে বিশ্বকাপের মঞ্চেও নাকি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না নাসিম শা। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর বাবর আজমের কথার ইঙ্গিত এমনটাই।
এবারের এশিয়া কাপে পাকিস্তানের প্রদানি শক্তিই ছিল তাদের পেস লাইনআপ। প্রথম থেকে সবকটি ম্যাচের তাদের ওপর ভর করেই জয় তুলে নিয়েছে ভারতীয় শিবির। কিন্তু সুপার ফোরের মঞ্চে ভারতের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হারিস রওফ। রিজার্ভ ডে-র দি বল হাতে নামতেপারেননি নাসিম শা। তার অভাব পূরম সেদিন কোনও বোলারদের দিয়েই করতে পারেননি বাবর আজম। সেইসঙ্গেই পাকিস্তান শিবিরে আরপওএক ধাক্কা লেগেছিল নাসিম শা-কে নিয়ে। ভারতের বিরুদ্ধে বোলিং কেরলেও ব্যাটহাতে আর নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। আর তাতেই কার্যত পাকিস্তান শিবিরের চিন্তা বাড়তে শুরু করেছিল।
ভারতের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শা
যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই পাকিস্তান শিবিরে বড়সড় ধাক্কাটা লেগেছিল। এবারের এশিয়া কাপ থেকে ছিটরে গিয়েছিলেন নাসিম শ। কাঁধে চোট রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেজন্যই বিশ্বকাপের আগে এই তারকা ক্রিকেটারকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ ছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। চিকিত্সকের পরামর্শে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কবে থেকে মাঠে ফিরতে পারবেন এই তারকা ক্রিকেটার। সেই প্রসঙ্গে বাবর আজম যে জবাব দিয়েছেন তা একেবারেই খুব একটা ভাল খবর পাকিস্তানের সমর্থকদের জন্য নয়। বিশ্বকাপে তিনি খেললেও একেবারে শুরু থেকে যে খেলতে পারবেন না সেই কথাই শোনা গিয়েছে বাবর আজমের মুখে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পর বাবর আজম জানিয়েছেন, এই মুহূর্তেই আমাদের ব্যাকআপ প্ল্যান নিয়ে কোনও কিছু বলতে পারব না আমি। তবে হারিস রওফ এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তাঁর চোটটা খুব একটা গুরুতর নয়। বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠতে চলেছেন। নাসিম শাও সু্স্থ হয়ে উঠছেন। তারা বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি। তবে আমি নিশ্চিত করে বলতে পারি না যে রিহ্যাবে কতটা বেশী সময় লাগবে। তবে আমি মনে করি নাসিম শা বিশ্বকাপের শেষের দিকেই খেলতে পারবেন।
The post নাসিম শা-র বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলা নিয়েও অনিশ্চয়তা appeared first on CricTracker Bengali.