Hardik Pandya. ( Photo Source: Twitter/@OfficialSLC )
এশিয়া কাপের মঞ্চে সবচেয়ে ধারাবাহিক দলের তকমা রয়েছে টিম ইন্ডিয়ার গায়ে। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের মঞ্চে সাফল্যের পাশাপাশি ভারতীয় দলের আরও একটি লক্ষ্য রয়েছে। এই এশিয়া কাপের মঞ্চেই নিজেদের মানসিক শক্তিও পরীক্ষা করে দেখে নিতে চান ভারতীয় দলের ক্রিকেটাররা। হার্দিক পান্ডিয়ার কখার ইঙ্গিত তো তেমনই। বুধবারই শ্রীলঙ্কার মাটিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। আগামী ২ সেপ্টেম্বর থেকেই শুরু হবে সেই যাত্রা। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। এই এশিয়া কাপের মঞ্চই যে ভারতীয় দলেরপ ক্রিকেটারদের কাছে প্রদান পরীক্ষার মঞ্চ তা মানতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। বিশ্বকাপের আগে এই এশিয়া কাপের ম়ঞ্চেই নিজেদেপ মানসিক পরীক্ষাটা করে নিতে চাইছে ভারতীয় দলের ক্রিকেটাররা।
এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া
গতবারের এশিয়া কাপে শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। এবারের এসিয়া কাপ ওডিআই ফর্ম্যাটে হচ্ছে। বিশ্বকাপের মতো ম়্চে নামার আগে এর থেকে ভাল প্ল্যাটফর্ম যে আর কিছু হতে পারে না সেটা ভালবাবেই বুঝে গিয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রতিটি ম্যাচেই যে তাদের সামনে নতুন চ্যালেঞ্জ আসতে চলেছে তা ভালভাবেই বুঝতে পারছেন সকলে। সেইভাবেই চলছে ভারতীয় দলের শেষ মুহূর্তের প্রস্তুতি। পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি নিতে বৃহস্পতিবার থেকেই নেমে পড়তে চলেছে টিম ইন্ডিয়া।
সেই বহু কাঙ্খিত ম্যাচের আগে হার্দিক পান্ডি্য়া জানিয়েছেন, “আমাদেরকে নিয়ে সমর্থকদের নানান আবেগ থাকে। আমাদের কাছে এটা শুধুই একটা ভাল দল। একটা ভাল দলের বিরুদ্ধে খেলতে নামছি্, যারা সম্প্রতি খুব ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। বেশ কয়েকটা ফাইনালও তারা খেলেছে এূং আমাদের দুপই দলের মধ্যে একটা চাপা উত্তেজনা তো সবসময়ই থাকে। আমার মতে আমরা সবসময়ই বাইরের কোলাহল বাইরেই রাখতে পছন্দ করি এবং কীভাবে ভাল খেলা যায় সেদিকেই নজর রাখি”।
হার্দিক পান্ডিয়া আরও জানিয়েছেন, “সবশেষে আমরা ক্রিকেটার। একেবারেই বেশী আবেগতাড়িত হয়ে পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কখনোও কখনোও পরিস্থিতি খুব জটিল হতে পড়তে পারে। এইঅ বিরাট প্রতিযোগিতাকে আমি যেভাবে দেখছি যে এখানে নিজের মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে। নিজেদের আরও মানসিকভাবে শক্তিশালী করার ম়ঞ্চ হিসাবেই এই প্রতিযেগিতাকে দেখছি আমি”।
The post নিজেদের আরও মানসিকভাবে শক্তিশালী করার মঞ্চ হিসাবেই এশিয়া কাপকে দেখছেন হার্দিক পান্ডিয়া appeared first on CricTracker Bengali.