Shubman Gill. (Photo by Alex Davidson/Getty Images)
বাংলাদেশের বিরুদ্ধেই এবারের এশিয়া কাপে ভারতীয় দলের বিজয়রথ থেমেছে। বাংলাদেশের বি্রুদ্ধেই কেরিয়ারের অন্যতম সেঞ্চুরী পেয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিল। এবারের এশিয়া কাপের মঞ্চে ১২১রানের ইনিংস খেলেছেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলতে ব্যর্থই হয়েছে ভারতীয় দল। ম্যাচ শেষে শুভমন গিলের মুখে সেই পরিস্থিতিতে তাঁর আউট নিয়েই আফসোসের সুর শুভমন গিলের কথায়। আগ্রাসী ক্রিকেটের পরিবর্তে আঐরও খানিকটা ধৈর্য ধরে খেলা উচিত্ ছিল বলেই মনে করছেন শুভমন গিল।
এবারের এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্দেও ধারেভারে ভারতীয় সিবিরই এগিয়ে ছিল। কিন্তু সেখানে শেষরক্ষা করতে পারেনি তারা। শুভমন গিল সাজঘরে ফিরে যাওয়ার পরই ভারতীয় দলের জয়ের আশাও কমতে থাকে। লড়াইটা হাড্ডহাড্ডি চললেও শেষপর্যন্ত ৬ উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই শুভমন গিলের ব্যাট থেকে দেখা গিয়েছিল সেঞ্চুরীর ঝলক। কিন্তু শেষপর্যন্ত ভারতকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ শেষে সেই আফসোসই বারবারই শোনা গেল এই তারকা ক্রিকেটারের মুখে।
বাংলাদেশের বিরুদ্ধে ১২১ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল
এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলেরহয়ে ১২১ রানেোর ইনিংস কেলেছিলেন তিনি। কিন্তু যে সময় তিনি সাজঘরে ফিরেছিলেন সেই পরিস্থিতিতে আউট নিয়েই বেশ মন খারাপ ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের । সেই সময় তিনি খানিকটা আগ্রাসী ক্রিকেটই খেলছিলেন। তেমনটা না খেললেই হত বলে মনে করছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সময় তাঁর কাছে অনেকরটাই সময় ছিল। আরও ধৈর্য ধরে খেলাই উচিত্ ছিল বলে মনে করছেন শুভমন গিল।
তিনি জানিয়েছেন, যখন আমি ব্যাটিং করছিলাম এবং যে সময়ে আউট হয়েছিলেন, সাধারণত যে সময় ব্যাটিং করছিলাম সেই পরিস্থিতিতে অনেক অ্যাড্রিনালিন ঝড়ে। কখনোও কখনও ভুল হিসাব হয়ে যায়। আমি মনে করি সেই সময় আমিও খানিকটা ভুল হিসাবই করে ফেলেছিলাম। যখন আউট হও এবং তারপর দেখা যায় যে সেখানে আআরও অনেকটা সময় বাকি রয়েছে। তখন মনে হয়যে আরেকটু সময় নিয়ে খেললেও হত, বেশী আগ্রাসী না হলেও চলত। তাহলে আমরা হয়ত জয়ের রাস্তাতেই থাকত পারতাম। ভাগ্যক্রমে এই ম্যাচটা ফাইনাল ছিল না। তার আগে েই ম্াচআমাদের কাছে একটা শিক্ষা।
বাংলাদেশের কাছে ৬ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post নিজের আউট নিয়ে আফসোস মিটছে না শুভমন গিলের appeared first on CricTracker Bengali.