নিজের প্রিয় বোলারের নাম জানালেন পাকিস্তানের প্রতিভাবান পেসার হারিস রউফ

সেপ্টে. 25, 2023

No tags for this post.
Spread the love

Haris Rauf. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

সম্প্রতি নিজের সবথেকে পছন্দের বোলারের নাম জানিয়েছেন পাকিস্তানের প্রতিভাবান পেসার হারিস রউফ। পাকিস্তান থেকে আমরা অনেক বড় বড় পেসারদের উঠে আসতে দেখেছি। বর্তমানে তাদের পেস আক্রমণের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন রউফ। তিনি তার বোলিংয়ের গতির মাধ্যমে এখনও পর্যন্ত অনেক বড় বড় ব্যাটারদের ধরাশায়ী করেছেন। এই ২৯ বছর বয়সী পেসার খুব সহজেই ১৫০ কিমি/ঘন্টা বা এর কাছাকাছি গতিতে বোলিং করতে পারেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তার তরফ থেকে অবশ্যই ভালো পারফরম্যান্স দেখতে চাইবে পাকিস্তান দলের সমর্থকরা।

পাকিস্তানের হয়ে একসময় শোয়েব আখতার এবং ওয়াসিম আকরামের মতো পেসাররা খেলেছেন। তবে হারিস রউফ এদের মধ্যে কাউকেই সর্বকালের সেরা বোলারের তকমা দেয়নি। তার কাছে সর্বকালের সেরা বোলার হলেন দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাক্তন পেসার ডেল স্টেইন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আপলোড করা একটি ভিডিওতে হারিস রউফ বলেন, “ম্যায় হামেশা ফলো ডেল স্টেইন কো করতা হুঁ, জব সে মে উসকো দেখ রাহা হুঁ। উসকা জো অ্যাগ্রেসন হ্যায় ভো মুঝে কাফি পাসন্দ হ্যায়। জিস তরাহ ওহ উইকেট লে কে অ্যাগ্রেসন শো করতা হ্যায়, কোশিশ করতা হুঁ কি মে ভি গ্রাউন্ড মে উস তারাহ হি অ্যাগ্রেসন করু, বাট মেরা থোদা সা জ্যায়দা হি হো জাতা হ্যায়। বাট ডেল স্টেইন মেরা অল দ্য টাইম ফেভারিট হ্যায়।” (আমি সবসময় ডেল স্টেইনকে অনুসরণ করি, যখন থেকে আমি তাকে দেখছি। তার যে আগ্রাসন আছে তা আমি খুব পছন্দ করি। তিনি উইকেট নেওয়ার পর যেভাবে আগ্রাসন দেখান, আমিও মাঠে সেভাবে আগ্রাসন দেখানোর চেষ্টা করি, কিন্তু আমারটা একটু বেশিই হয়ে যায়। কিন্তু ডেল স্টেইন আমার কাছে সর্বকালের সেরা।)

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের যাত্রা শুরু করবে পাকিস্তান

সম্প্রতি, আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে খেলবে পাকিস্তান।

৬ই অক্টোবর, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। অন্যদিকে, ১৪ই অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলবে বাবর আজমের নেতৃত্বাধীন দল। এই বিশ্বকাপে পাকিস্তানের ফলাফল কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

The post নিজের প্রিয় বোলারের নাম জানালেন পাকিস্তানের প্রতিভাবান পেসার হারিস রউফ appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador