Virender Sehwag. (Photo by MONEY SHARMA/AFP via Getty Images)
সারা বিশ্বজুড়ে অনেক ক্রিকেট প্রেমীরাই তাদের স্বপ্নের একাদশ কল্পনা করেন। এই দলে বিশ্বের বড় বড় খেলোয়াড়রা থাকেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ওডিআই ক্রিকেটের এই সবথেকে বড় টুর্নামেন্টটির আগে অনেকেই নিজের স্বপ্নের একাদশ নিয়ে মুখ খুলছেন। সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও এই ট্রেন্ডে নিজের নাম লিখিয়েছেন।
বীরেন্দ্র সেহওয়াগকে তার স্বপ্নের ওডিআই একাদশের প্ৰথম পাঁচজন খেলোয়াড়ের নাম বলতে বলা হয়েছিল। কিছুক্ষণ এই বিষয়ে চিন্তা করার পর তিনি পাঁচজন খেলোয়াড়ের নাম বলেন যার মধ্যে দুই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন।
৪৪ বছর বয়সী এই প্রাক্তন ভারতীয় ওপেনার বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশাপাশি ডেভিড ওয়ার্নার, গ্লেন ফিলিপস এবং জসপ্রীত বুমরাহকে বেছে নিয়েছেন।
ওডিআই বিশ্বকাপে এই পাঁচজন ক্রিকেটারকেই খেলতে দেখা যাবে বলে আশা করা যায়
বীরেন্দ্র সেহওয়াগের বেছে নেওয়া এই পাঁচজন খেলোয়াড়কেই নিজ নিজ দেশের হয়ে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে দেখা গেছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় দলের প্রধান খেলোয়াড়দের মধ্যে রয়েছেন। আসন্ন ওডিআই বিশ্বকাপে উভয় খেলোয়াড়ের তরফ থেকেই ভালো পারফরম্যান্স দেখতে চাইবেন ভারতীয় দলের সমর্থকরা। অন্যদিকে, ডেভিড ওয়ার্নারও একজন অভিজ্ঞ খেলোয়াড়। অস্ট্রেলিয়ার এই ওপেনার অনেকদিন ধরেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ফর্মে ফিরতে চাইবেন কারণ ওডিআই বিশ্বকাপে তার ব্যাট থেকে রান না এলে অস্ট্রেলিয়া সমস্যার মধ্যে পড়ে যেতে পারে।
নিউ জিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপসও একজন প্রতিভাবান খেলোয়াড়। তিনি চাপের পরিস্থিতিতে ইনিংস সামলাতে পারেন এবং প্রয়োজনে বড় শটও খেলতে পারেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়। জসপ্রীত বুমরাহ আগস্ট মাসে আয়ারল্যান্ড সফরে কামব্যাক করেছিলেন। সেই সিরিজে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। এশিয়া কাপ ২০২৩-এ তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিতে খেলেছিলেন। তবে সেই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় তিনি বোলিং করার সুযোগ পাননি। নেপালের বিরুদ্ধে ম্যাচটিতে তিনি খেলেননি। আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচটিতে তাকে আবার খেলতে দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায়। ওডিআই বিশ্বকাপে তার পারফরম্যান্সের দিকে সকলের নজর থাকবে। বিশ্বকাপে তিনি নিজের সেরাটা দিতে পারলে ভারতের ট্রফি জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
The post নিজের স্বপ্নের ওডিআই একাদশের প্ৰথম পাঁচজন খেলোয়াড়ের নাম জানালেন বীরেন্দ্র সেহওয়াগ appeared first on CricTracker Bengali.