Virat Kohli. (Photo Source: BCCI)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্ৰথম ইনিংসে একটি দুরন্ত শতরান করলেন বিরাট কোহলি। তিনি তার ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে নিজের ৭৬ তম শতরানটি করলেন। টেস্ট ক্রিকেটে এটি হল তার ২৯ তম শতরান।
বিরাট কোহলি প্ৰথম ব্যাটার হিসেবে ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড করলেন। তিনি একটা দুর্দান্ত কভার ড্রাইভ মেরে নিজের শতরানটি সম্পূর্ণ করেন। প্ৰথম দিন শুরুটা ভালোভাবে করার পর দ্বিতীয় সেশনে ৪টি উইকেট হারিয়ে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল ভারত। এরপর কোহলি এবং রবীন্দ্র জাদেজা মিলে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। তাদের দুজনের মধ্যে ১৫৯ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ওঠে।
বিদেশের মাটিতে এটি ছিল বিরাট কোহলির ১৫ তম টেস্ট শতরান। ২০১৮ সালের ডিসেম্বর মাসে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করার পর পাঁচ বছরের মাথায় আবার বিদেশের মাটিতে সেঞ্চুরি করলেন কোহলি। তিনি ১৮০ বল খেলে মাইলফলকটি স্পর্শ করেন।
এই শতরানটি করার মাধ্যমে আরও একটি রেকর্ড করে ফেলেছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকারের ৫০০টি ম্যাচের পর শতরান সংখ্যা ছিল ৭৫। কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সেঞ্চুরিটি করে তাকে পিছনে ফেলে দিয়েছেন। তিনি প্ৰথম দিনের খেলার শেষে ৮৭ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর তিনি শতরানে পৌঁছাতে খুব বেশি সময় নেননি। শেষমেশ ২০৬ বলে ১২১ রান করে আলজারি জোসেফের থ্রোতে রান আউট হন তিনি।
প্ৰথম ইনিংসে রানের পাহাড়ের দিকে এগোচ্ছে ভারত
প্ৰথম ম্যাচের মতো এই ম্যাচেও অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল মিলে প্রথম উইকেটে একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। ভারত নিজেদের প্ৰথম উইকেটটি ১৩৯ রানের মাথায় হারায়। অভিষেক ম্যাচে একটি অসাধারণ ইনিংস খেলার পর এই ম্যাচে ৭৪ বলে ৫৭ রান করে আউট হন যশস্বী।
শুভমন গিল প্ৰথম ম্যাচের পর এই ম্যাচেও ভালো রান করতে ব্যর্থ হন। তিনি ১২ বলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অজিঙ্কা রাহানেও বেশি রান করতে পারেননি। তিনি ৩৬ বলে মাত্র ৮ রান করে আউট হন। রবীন্দ্র জাদেজা ৫টি চার সহ ১৫২ বলে ৬১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। ভারত ইতিমধ্যেই ৩৫০ রান পার করে ফেলেছে। শেষমেশ তারা প্ৰথম ইনিংসে কত রান করে সেটাই এখন দেখার বিষয়।
The post নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.