Jonathan Trott. ( Photo Source: Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images )
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই করেও শেষরক্ষা করতে পারেনি আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন রানে হেরে এবারের মতো এশিয়া কাপ জয়ের স্বপ্ন শেষ আফগানিস্তানের। তবে সেই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে জোরদার বিতর্ক। নেট রানরেট নিয়ে সম্পূর্ণভাবে অবগহতই ছিল না আফগানিস্তান শিবির। ম্যাচ অফিসিয়ালসদের তরফে নাকি তাদেরকে স্পষ্টভাবে কিছু নেট রানরেট সম্বন্ধে জানানোই হয়নি। ম্যাচ শেষেই বিস্ফোরক মন্তব্য আফগানিস্তান কোচ জনাথান ট্রটের। এরপরই এশিয়া কাপের মঞ্চে শুরু হয়েছে জোরদার বিতর্ক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের জন্য এদিন আফগানিস্তানের সামনে একাধিক হিসাব ছিল। কিন্তু তাদের নাকি মাত্র একটিই জানানো হয়েছিল। শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে ২৯১ রান করেছিল। সুপার ফোরের ছাড়পত্র পেতে হলে সেই রান ৩৭.১ ওভারে করতে হত আফগানিস্তানকে। কিন্তু সেইসঙ্গে যে আরও বেশ কিছু হিসাব নিকাশ ছিল তা নাকি জানানো হয়নি আফগানস্তানকে। ম্যাচ শেষের পরই আফগানিস্তান কোচ জনাথন ট্রটের এই মন্তব্য ঘিরে বিতর্কের দানা বেধেছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ রানে হেরে গিয়েছে আফগানিস্তান
কার্যত তাদেরকে যেনেটরান রেটচের হিসাব নিকাশে অন্ধকতারে রাখা হয়েছিল তা বলতে কোনওরকম দ্বিধা করেননি আফগানিস্তানের কোচ জনাথন ট্রট। এদিনেরপ হিসাবটা খানিকটা অন্যরকমই ছিল। সেখানেই আফগানিস্তান যদি ২৯২ রান না করতে পারে নির্ধারিত ওভারের মধ্যে। তবে তাদের সামনে আরও একটা সুযোগ ছিল। ৩৮.১ ওভারের মধ্যে তাদের ২৯৫ রান করতে হত। কিন্তু এই সম্বহন্ধে আফগানিস্তান শিবিরকে কোনওরকম কিচু জানানো হয়নি বলেই জানিয়েছেন জনাথন ট্রট। এমন ঘটনায়যেতিনি অত্ন্ত ক্ষুব্ধ হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
ম্যাচ শেষ হওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট। তিনি জানিয়েছেন, “আমাদের একেবারেই পরিস্কার ভাবে সেই সমস্ত হিসাব নিকাশ সম্বন্ধে কিছু জানানো হয়নি। আমাদেরকে শুধুমাত্র জানানো হয়েছিল যে ২৯২ রান ৩৭.১ ওভারের মধ্যে করতে হবে আফগানিস্তানকে। আমাদেরকে কখনোও জানানো হয়ননি যে ২৯৫ বা ২৯৭ রান করতেগেলে কত ওবারের মধ্যে তা করতে হবে”।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন দুরক্ধর্ষ ফর্মে চিল আফগানিস্তান। কিন্তু ৩৭.১ ওভারের মধ্যে ২৯২রান করতে না পারার পরই কার্যত হাল ছেড়ে দিয়োেছিলেন আফগান বাহিনীর ক্রিকেটাররা। তাদের কাছে তখনও যে একটা সময় ছিল সেটা সম্বন্ধে একেবারেই অবগত ছিলেন না কেউ। সেজন্য সুযোগ থাকা সত্ত্বেও শেষেরদিকে তিনটেবলে শর্ট রানেই খেলতে দেখা গিয়েছিল আফগানিস্তানকে। ম্যাচ শেষ হওয়ার পর সমস্ত হিসাব নিকাশ জানার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
The post নেট রানরেটের হিসাব নিয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছিল, বিস্ফোরক মন্তব্য জনাথন ট্রটের appeared first on CricTracker Bengali.