Temba Bavuma. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
ধারেভারে এগিয়ে থেকেও নামলেও বিশ্বকা্পের তৃতীয় ম্যাচেই অপ্রত্যাশিত হার দক্ষিণ আফ্রিকার। নেদারল্যান্ডসের কাছে ৩৮ রানে হেরে গিয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক দল। এই অঘটনটাই যেন মেনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ম্যাচ শেষে নিজের আক্ষেপও লুকিয়ে রাখতে পারলেন না দক্ষিণ আফ্রিকার তারকা অধিনায়ক। নেদারল্যান্ডের বোলিয়ের সামনে এই ম্যাচে মাথা তুলে দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। সেই ফলাফল নিয়েই এখন জোন সমালোচনা ক্রিকেট মহলে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল হাতে শুরুটা বেশ ভালভাবে করলেও সেভাবে নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে স্কট এডওয়ার্ডসের ইনিংসটাই যে দক্ষিণ আফ্পিকার জয়ের সমস্ত আসা শেষ করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এবারের দক্ষিণ আফ্রিকার যে জায়গাটা সবচেয়ে শক্তিশালী ছিল, সেই ব্যাটিং লাইনআপই সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছিল। আর তাতেই যে দক্ষিণ আফ্রিকা এতবড় অঘটনের স্বাক্ষী থেকেছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিটাই যেন মেনে নিতে পারছেন না টেম্বা বাভুমা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টেম্বা বাভুমা
এবারের বিশ্বকাপে প্রথম দুই ্মযাচ দেখার পর থেকেই দক্ষিণ আফ্রিকার গায়ে ফেভারিটের তকমা দিয়ে দিয়েছিলেন সকলে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও সকলের বিচারে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাই। কিন্তু অনিশ্চয়তার ক্রিকেটে যে সবই সম্ভব তা এই বিশ্বকাপের ম়্চে পরপর দুই ্মযাচে দেখা গিয়েছে। ম্যাচ শেষে টেম্বা বাভুমার মুখ থেকে ঝড়ে পড়ল একরাশ হতাশা। শুধুমাত্র তাই নয়, নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই হার যে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে কষ্ট দিচ্ছে তাও মানতে কোনও দ্বিধা নেই টেম্বা বাভুমার।
ম্যাচ শেষে টেম্বা বাভুমা জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে আবেগকে লুকিয়ে রাখতেই হবে সকলকে। এখানে কী হয়েছে সেটা ভুলে যাওয়ারক মতো কোনও পরিস্থিতিই নেই। এটা সত্যিই কষ্ট দিচ্ছে আমাদের। এই ঘটনায় কষ্ট পাওয়াটাই উচিত্। কিন্তু আগামীকালই আমাদের ফিরে আসতে হবে এবং আগামীদিনের উদ্দেশে রওনা দিতে হবে। যদিও কোনও চিন্তা থেকেই আমাদের এই যাত্রা যে শেষ হয়ে গিয়েছে তা বলা যাবে না।
নেদারল্যান্ডসের কাছে ৩৮ রানে হেরে গিয়েছে এবার দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার তারকাখচিত ব্যাটিং লাইনআপ নেদারল্যান্ডসের বোলিং লাইনআপের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। যদিও এই ধাক্কা কাটিয়ে উঠতে দক্ষিণ আফ্রিকার খুব একটা বেশী সময় লাগবে না বলেই মনে করছেন সকলে।
The post নেদারল্যান্ডসের কাছে হারের কষ্ট ভুলতে পারছেন না টেম্বা বাভুমা appeared first on CricTracker Bengali.










