পরপর দুদিন ম্যাচ আয়োজনে সমস্যার কথা জানিয়ে বোর্ডের সরণাপন্ন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন

আগস্ট 20, 2023

No tags for this post.
Spread the love

ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর বাকি রয়েছে মাত্র ৪৬টা দিন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাত্ই হায়দরাবাদে দুটো ম্যাচ আযোজন নিয়ে দেখা দিয়েছে সমস্যা। বিশ্বকাপের মঞ্চে ৯ ও ১০ অক্টোবর পরপর দুদিনই ম্যাচ রয়েছে হায়দরাবাদে। পরপর দুটো ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা সহ বেশ কিছু জায়গায় সমস্যার কথা জানিয়ে বিসিসিআইয়ের সরমাপন্ন হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর তাতেই নতুন করে জল্পনা শুরু। পরপর দুই দিন ম্যচের মধ্যে কয়েকদিনের বিরতির কথা জানিয়েই বোর্ডের কাছে জানিয়েছে তারা।

কয়েকদিন আগেই নতুন করে বিশ্বকাপের সূচী ঘোষণা হয়েছিল। সব মিলিয়ে ৯টি ম্যাচের দিন বদল করা হয়েছিল। আর সেই পরিবর্তনের ফলেই হায়দরাবাদ স্টেডিয়ামে পরপর দুদিন ম্যাচ হতে চলেছেন। আর সেই সূচী অনুয়ায়ীই খানিকটা হলেও সমস্যা পড়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ৯ নভেম্বর হায়দারাবাদে হতেতলেছে নিউ জিল্যান্ড বনাম নেদারল্যান্ডস। এরপরের দিনই সেই স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামবে পাকিস্তান ও শ্রীালঙ্কা। সেখানেই পরপর দুদিনের ম্যাচের পাশাপাশি পাকিস্তানের মতো দল নামবে। সেক্ষেত্রে হায়দরাবাদ পুলিশের তরফেও নিরাপত্তার সমস্যা নিয়ে জানানো হয়েছে।

আগামী ৯ ও ১০ অক্টোবর পরপর ম্যাচ রয়েছে হায়দরাবাদে

এরপরই পের একবার বোর্ডের সরণাপন্ন হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও এখনই বোর্ডের তরফে এই ব্যপারে কিছু জানানো হয়নি।প্রথম সূচী ঘোষণা হওয়ার পর নবরাত্রির জন্য আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর এগিয়ে নিয়ে আসা হয়েছেল। এরপর কালীপুজোর দিন কলকাতায় ম্যাচ হওয়া নিয়েও সমস্যা দেখা গিয়েছিল। কার্যত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে না পারার কথাই সেই সময় শোনা গিয়েছিল। এরপরই অবশ্য পরিবর্তিত সূচী ঘোষণা করা হয়েছিল আইসিসির তরফে। সেখানেই কলকাতার ম্যাচও একদিন এগিয়ে গিয়েছে।

আর সেই পরিবর্তিত সূচীতেই খানিকটা সমস্যায় পড়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেখানেই এবার পরপর দুদি্ন ম্যাচ হতে চলেছে। ৯ ও ১০ অক্টোবর পরপর ম্যাচ রয়েছে সেখানে। আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে যাওয়ার ফলেই এই পরিবর্তন করতে হয়েছে আইসিসিকে। প্রথম সূচী অনুযায়ী এখানে ১২ অক্টোবর ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবরে এগিয়ে যাওয়ার ফলে। সেখানেই ১২ এরপর পরিবর্তে ১০ অক্টোবর হায়দরাবাদে হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ।

আর এই সূচী নিয়েই শুরু হয়েছে নতুন করে জল্পনা। আবারও কী বিশ্বকাপের সূচী বদল হতে চলেছে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের  আবেদনের পর সেই প্রশ্নই আরও জোরালো হতে শুরু করেছে।

The post পরপর দুদিন ম্যাচ আয়োজনে সমস্যার কথা জানিয়ে বোর্ডের সরণাপন্ন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8