afganistan_won. ( image source: twitter )
৬ই আগস্ট, রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এই তিন ম্যাচের সিরিজটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। প্রতিভাবান স্পিনার নূর আহমেদ আফগানিস্তান দলে কামব্যাক করেছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে বাকি দেশগুলির মতো আফগানিস্তানও তাদের দলের কম্বিনেশন চূড়ান্ত করতে চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য, ৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। এইবারের ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ হল ভারত। ৭ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
বাঁ-হাতি স্পিনার জিয়া উর রহমান আকবর দল থেকে বাদ পড়েছেন। তিনি সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতে অভিষেক করেছিলেন। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে থাকা আনক্যাপড লেগ-স্পিনার ইজহারুল হক নাভিদও দলে জায়গা করে নিতে পারেননি। অন্যদিকে, দুই সিমার মহম্মদ সেলিম সাফি এবং ওয়াফাদার মোমান্দ দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। তারা বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজের জন্য দলে ছিলেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাচক আসাদুল্লাহ খান বলেছেন যে তাদের প্রধান মনোযোগ হল আসন্ন দুটি ইভেন্ট এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য দলকে প্রস্তুত করা। তার মতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজটি এটি করার উপযুক্ত সুযোগ হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসাদুল্লাহ খানের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমাদের পুরো মনোযোগ আসন্ন দুটি বড় ইভেন্ট এশিয়া কাপ এবং বিশ্বকাপ ২০২৩-এর জন্য দলকে প্রস্তুত করার দিকে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আমাদের আসন্ন দুটি ইভেন্টের জন্য দলকে প্রস্তুত করার ক্ষেত্রে একটি দুর্দান্ত সুযোগ দেবে।”
“পাকিস্তান সিরিজের প্রস্তুতি ভালোভাবে চলছে” – আসাদুল্লাহ খান
আসাদুল্লাহ খান বলেন, “পাকিস্তান সিরিজের প্রস্তুতি ভালোভাবে চলছে। খেলোয়াড়রা সম্প্রতি কাবুল ক্যাম্পে ভালো পারফর্ম করেছে, যা এসিবির এইচপিসি কর্মীদের তত্ত্বাবধানে ছিল। পাকিস্তান সিরিজের আগে দলটি এক সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্পও করবে।”
এই সিরিজটি ২২শে আগস্ট থেকে শুরু হবে এবং ২৬শে আগস্ট শেষ হবে। এই সিরিজে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য আফগানিস্তানের স্কোয়াড: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আবদুল রহমান , মহম্মদ সেলিম সাফি এবং ওয়াফাদার মোমান্দ।
রিজার্ভ খেলোয়াড়: ফরিদ আহমেদ মালিক এবং শহীদুল্লাহ কামাল।
The post পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করল আফগানিস্তান, দলে ফিরলেন নূর আহমেদ appeared first on CricTracker Bengali.