Ishan Kishan and Hardik Pandya. (Photo Source: Twitter)
কঠিন সময়ে শুধু দলকে সামালই দিলেন না। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে পঞ্চম উইকেচট পার্টনারশিপে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। আর তাতেই যে পাকিস্তানের বিরুদ্ধে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল টচিম ইন্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ তৈরি করলেন হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষাণ। আর সেই পারফরম্যান্সের সৌজন্যেই পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া।
এর আগে ভারতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ করার রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের। পাকিস্তানের বিরুদ্ধে সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষাণ। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ১৩৮ রানের পার্টনারশিপ তৈরি করলেন এই দুই তারকা ক্রিকেটার। বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়াররা যখন শুরুতেই সাজঘরের রাস্তা ধরেছিলেন, সেখানেইউ এদিন জ্বলে উঠলেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৮২ রানের ইনিংসের সৌজন্যেই ভারতীয় দল ফের একবার ম্যাচে ফিরতে পেরেছেন।
১৩৮ রানের পার্টনারশিপ তৈরি করেছেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই শষাহিন আপ্রিদি বনাম ভারতীয় দলের টপ অর্ডারের পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলেন সকলে। সেই লড়াইয়ে শাহিন আফ্রিদিই এগিয়ে গিয়েছিলেন। পাওয়ার প্লের মধ্যেই ভারতীয় দলের দুই সেরা তারকাকে সাজঘরে ফেরানোর রা্স্তাটা তৈরি করে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। রোহিত শর্মা ফেরেন ১১রানে।বিরাট কোহলি ফেরেন ৪ রানে। শ্রেয়স আইয়ার চেষ্টা করলেও ১৪ রানেই থামতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে।
সেই সময়ই মাঠে এসেছিলেন ঈশান কিষাণ। শুভম গিলবও তাঁকে সঙ্গ দিতে পারেননি। সেই সময়ই মাঠে আসেন হার্দিক পান্ডিয়া। সেই মুহূর্তে ভারতীয় দলের রান ৪ উইকেটে ৬৬ রান। ভারতীয় দল দেড়শো রানের গন্ডী টপকাতে পারে কিনা সেটা নিয়েই চলছিল জোর জল্পনা। সেই জায়গা থেকেই দলের হাল ধরেন এই দুই তারকা ক্রিকেটার। শুরু থেকেই আক্রমণাত্মক নয়, ধীর গতিতেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন দুই তারকা ক্রিকেটার। ক্রিজে টিকে থাকাটাই তচখন তাদের কাছে প্রধান লক্ষ্য।
সময় যত এগিয়েছে ততই নিজেদের ভিত মজবুত করেছিলেন হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষাণ। সেই জায়গা থেকেই তাদের সেঞ্চিুরী পার্টনারশিপ ভারতীয় শিবিরে স্বস্তি যুগিয়েছিল। শেষপর্যন্ত ৮২ রানেই থেমেছিলেন ঈশান কিষাণ। হার্দিক পান্ডিয়া থামেন ৮৭ রানে। এই দুই ক্রিকেটার যখন লাজঘরে ফেরেন সেই সময় ভারত যে বিপদমুক্ত ছিল তা বলার অপেক্ষা রাখে না।
The post পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চম উইকেট পার্টনারশিপে ভারতীয় জুটি হিসাবে রেকর্ড ঈশান-হার্দিক পান্ডিয়ার appeared first on CricTracker Bengali.