পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলে ব্রায়ান লারার রেকর্ড ভাঙলেন ডেভিড ওয়ার্নার

ডিসে. 14, 2023

Spread the love

David Warner. ( Photo Source: Disney+Hotstar )

পাকিস্তানের বিরু্দ্ধে নামার আগে ডেভিড ওয়ার্নারকে নিয়ে নানান আলোচনা চলছিল। ঘরের মাঠে এটাই ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট সিরিজ। এরপরই হয়ত প্যাড গ্লাভস তুলে রাখবেন তিনি। সেখানেই শুরুটা এক রেকর্ড দিয়েই করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধে  টেস্ট কেরিয়ারের ২৬তম সেঞ্চুরী করলেন ডেভিড ওয়ার্নার। মুখে নয়, ব্যাট দিয়েই সমালোচকগদের জবাবটা দিলেন ডেভিড ওয়ার্নার। সেইসহ্গেই ভেহে দিলেন ব্রায়ান লারার রেকর্ডও। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেঞ্চুরী ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার।

ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর এই প্রথম টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধেই সেই টেস্ট সিরিজে নেমেছে অজি বাহিনী। সে্খানে শুরু থকেই বিধ্বংসী মেজাজে ডেভিড ওয়ার্নার। সেখানে সেঞ্চুরী ইনিংস খেলার পরই ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ১০টি সেঞ্চুরী পেলেন ডেভিড ওয়ার্নার। ব্রায়ান লারার ৯টি সেঞ্চুরীর রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ সেঞ্চুরী পাওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার।

এক বছর পর টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেলেন ডেভিড ওয়ার্নার

সম্প্রতি টেস্টের মঞ্চে ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছিল। সেভাবে রানও করতে পারছিলেন না অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। তাঁকে েই টেস্ট সিরিজে দলে রাখা নিয়েও নানান মন্তব্য করছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।  কিন্তু অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর ওপরসা রেখেছিলেন।  সেই কাজটাই যে ভুল ছিল না, সেটাই এবার প্রমাণ করলেন ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টেই শুরুটা সেঞ্চুরী দিুয়ে করলেন তিনি। কার্যত তাঁর হাত ধরেই বড় রানের রাস্তায় এবার ব্যাগী গ্রিন ব্রিগেড।

Most centuries against Pakistan across formats:

12 – Kumar Sangakkara
11 – Aravinda de Silva
10 – David Warner
9 – Brian Larapic.twitter.com/DFlH0MG9ya

— CricTracker (@Cricketracker) December 14, 2023

এদিন ডেভিড ওয়ার্নার যখন মাঠে নেমেছিলেন সেই সময় তাঁর ঝুলিতে ছিল পাকিস্তানের বিরুদ্ধে ৯টি সেঞ্চুরী। ওপেনিংয়ে শুরু থেকেই ছিলেন বিধ্ংসী ফর্ম। পাকিস্তানের কোনও বোলারদের তাঁর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে দেননি এই তারকা ক্রিকেটার। সেঞ্চুরী পাওয়ার পরই  ডেভিড ওয়ার্নারের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠ থেকেই সমালোচকদের সমস্ত জবাবটা দিলেন এই তারকা ক্রিকেটার।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।   টপ অর্ডারে অবশ্য উসমান খোয়াজা, মার্নাস লাবুশেনরা সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। কিন্তু ডেভিড ওয়ার্নার একাই কার্যত অস্ট্রেলিয়ার রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন। তাঁর সেই সেঞ্চুরী ইনিংসের মধ্যেই ১২টি বাউন্ডারি হাঁকানো হয়ে গিয়েছিল। এই সেঞ্চুকী এবার দ্বিশতরানে বদলায় কিনা সেটাই দেখার।

The post পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলে ব্রায়ান লারার রেকর্ড ভাঙলেন ডেভিড ওয়ার্নার appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador