Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

পাকিস্তানের ব্যর্থতার পর বাবর আজমের পাশেই দাঁডা়চ্ছেন ওয়াসিম আক্রম

নভে. 12, 2023

No tags for this post.

Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

ইংল্যান্ডের কাছে টস হারের পরই এবারের মতো বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। তবুও নিয়মরক্ষার ম্যাচে পাকিসতানের জয় দেখার অপেক্ষাতেই ছিলেন সকলে। কিন্তু শেষরক্ষা হয়নি। ইংল্যান্ডের কাছে সেই ম্যাচেও হেরে গিয়েছে পাকিস্তান। সেই থেকেই বাবর আজমের সমালোচনায় সরব হয়েছিলেন সকলে। শোনাযাচ্ছে বিশ্বকাপের পর নাকি বাবর আজমের নেতৃত্বও চলে যেতে পারে। এমন পরিস্থিতিতেই পাকিস্তান অধিনায়র বাবর আজমের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন পাক তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রম।

পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে  দোষারোপ করতে একেবারেই নারাজ তিনি। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের এমন পারফরম্যান্সের জন্য বাবর আজমের দায় নেওয়ার কথা যেমন তিনি মেনে নিচ্ছেন, তেমনই আবার  শুমাত্র তাঁকেই দোষ দিতে নারাজ ওয়াসিম আক্রম। তাঁর মতে শুধুমাত্র বাবর আজমের জন্য হেরে যায়নি পাকস্তান। তাদের বিশ্বকাপের মঞ্চে এমন খারাপ পারফরম্যান্সের পিছয়ে দায়ী রয়েছে অন্যান্য ক্রিকেটারদের পারফরম্যান্স। ইংল্যান্ডের কাছে হারের পর রবিবারই পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন বাবর আজমরা।

বিশ্বকাপের মঞ্চে বড় রান করতে ব্যর্থ হয়েছেন বাবর আজম

এবারের বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন পাকিস্তান ক্রিকেটাররা। সেইসঙ্গে বাবর আজমও এবার সেভাবে রান করতে পারেননি। গোটা বিশ্বকাপে বাবর আজমের পারফরম্যান্স নিয়েও নানান কথাবার্তা শোনাযাচ্ছিল। আর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর যে সকলে সেই সুরটা আরও চড়াতে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতিতেই এবার পাকিস্তানের অধিনায়কের পাশে দাঁড়ালেন প্রাক্তনম পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। তাঁর মতে এই বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার জন্য কখনোই সম্পূর্ণ দায় বাবর আজমের ওপর চাপানো উচিত্ নয়।

এই প্রসঙ্গে ওয়াসিম আক্রম জানিয়েছেন, “অধিনায়ক কখনোই একা ক্রিকেট খেলেন না। অবশ্যেই এটা মেনে নিতে হবে যে এশিয়া কাপের মতো বিশ্বকাপের মঞ্চেও নেতৃত্বের বিষয়ে কিছু জায়গায় ভুল করেছেন তিনি। কিন্তু সবকিছুর জন্য তাঁকে একা দোষারোপ করা সম্ভব নয়। এটা সম্পূর্ণ ব্যবস্থারই একটা সমস্য, কারম শেষ এক বছর ধরে কোনও ক্রিকেটাররাই জানেন না যে তাদের প্রকৃত কোচ কে। শুধুমাত্র তাঁকেই বলির পাঠা বানানো উচিত্ নয়”।

শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নেমেছিল পাকিস্তান। কিন্তু সেই ম্যাচেও হেরেও সাজঘরে ফিরতে হয়েছে তাদের। সেখানেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন বাবর আজম। সেই থেকেই বাবরের অধিনায়ক পদে থাকা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। রবিবারই পাকিস্তানে ফিরে যাচ্ছে পাক বাহিনী। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

The post পাকিস্তানের ব্যর্থতার পর বাবর আজমের পাশেই দাঁডা়চ্ছেন ওয়াসিম আক্রম appeared first on CricTracker Bengali.

সম্পর্কিত পোস্ট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলিকেই চাবিকাঠি মনে করছেন শ্রীসন্থ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলিকেই চাবিকাঠি মনে করছেন শ্রীসন্থ

Virat Kohli. (Photo Source: Twitter) কয়েক দিন আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই এবারে ভারতীয় দলের জার্সিতে নামতে চলেছেন তিনি। টস্ট সিরিজ দিয়েই ফের মাঠে ফিরবেন এই তারকা ক্রিকেটার। সেই...

ডোয়েন স্মিথের ঝোড়ো শতরানের হাত ধরে মনিপাল টাইগার্সের সামনে ২৫৪ রানের লক্ষ্য রাখল আরবানরাইজার্স হায়দ্রাবাদ

ডোয়েন স্মিথের ঝোড়ো শতরানের হাত ধরে মনিপাল টাইগার্সের সামনে ২৫৪ রানের লক্ষ্য রাখল আরবানরাইজার্স হায়দ্রাবাদ

Dwayne Smith. (Photo Source: Disney+Hotstar) লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর প্ৰথম কোয়ালিফায়ারে মনিপাল টাইগার্স এবং আরবানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৩ রান তুলল আরবানরাইজার্স...

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতিতে রিঙ্কু সিং, জীতেশ শর্মারা

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতিতে রিঙ্কু সিং, জীতেশ শর্মারা

Rinku Singh. ( Image Source: Twitter ) সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই দক্ষিণ আফ্রিকা সফরই যে ভারতীয় ক্রিকেটারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মঞ্চ তা বলর অপেক্ষা রাখে না। একইসঙ্গে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে এই সফরই ভারতীয় ক্রিকেটারদের অনেকটা এগিয়ে...

Subscribe to Telegram
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy