Jasprit Bumrah. (Photo Source: Twitter)
আগামী ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগে জসপ্রীত বুমরাহকে নিয়েই উচ্ছ্বসিত ভারতীয়দলের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ার। তাঁর মতে জসপ্রীত বুমরাহ যদি নিজের ফর্মে থাকে, তবে যেকোনও প্রতিপক্ষই যে মাঠে নামার আগে বেশ চিন্তায় থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত এবারের এশিয়া কাপে মাঠে নামেননি জসপ্রীত বুমরাহ। রবিবারই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছেন তিনি। সেখানেই জসপ্রীত বুমরাহকে ফের তাঁর পুরনো ছন্দে দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। গতবছর এসিয়া কাপের আগেই চোট পেয়ে মনাঠ ছেড়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই তাঁকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। এবারের এশিয়া কাপের আগেই আয়ারল্যান্ডের বিরদ্ধে ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানে অবশ্য জপ্রীত বুমরাহকে তাঁঁর পুরনো ছন্দেই দেখা গিয়েছিল। প্রত্যাবর্তনের মঞ্চে উইকেটও তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
১০ সেপ্টেম্বরই প্রথমবার বল হাতে এশিয়া কাপের মঞ্চে নামবেন জসপ্রীত বুমরাহ
এবার পাকিস্তানের বিরুদ্ধে আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। কতবে জসপ্রীত বুমরাহকে নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ার। তাঁর মতে জসপ্রীত বুমরাহ পাকিস্তানের তারকা ব্যাটারদের দিকে বড়সড়চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন। তবে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরার পারফরম্যান্স গ্রাফ খুব একটা ওপরের দিকে নয়। সেটাই বুমরাহ এই ম্যাচে বদলাতে পারে কিনা সেটাও দেখার।
এই প্রসঙ্গে অভিষেক নায়ার জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ সবসময়ই জসপ্রীত বুমরাহ। আর আমার মনে হয় জসপ্রীতদ বুমরাহ যদি কোনও দলে থাকে তবে প্রতিপক্ষ শিবিরের সবসময়ই একটা চিন্তার বিষয় থাকে। কারণ আমরা সকলেই জসপ্রীত বুমরার মতো বোলারের দক্ষতা সম্বন্ধে সবচেয়ে ভালভাবে অবগত রয়েছি”।
পারিবারিক কারণের জন্য নেপাল ম্যাচের আগে শ্রীলঙ্কা থেকে ভারতে ফিরে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। এরপরই তাঁর বাবা হওয়ার খবর সকলকে দিয়েছিলেন তিনি। এবার দেশের জার্সিতে এবারের এশিয়া কাপে প্রথমবার নামার অপেক্ষায় রয়েছেন জসপ্রীত বুমরাহ।
The post পাকিস্তান ম্যাচের আআগে জসপ্রীত বুমরাকে নিয়ে উচ্ছ্বসিত অভিষেক নায়ার appeared first on CricTracker Bengali.