KL Rahul. ( Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
আইপিএলের পর দেশের জার্সিতে এই প্রথমবার মাঠে নেমেছেন লোকেশ রাহুল। রবিবার এশিয়া কাপের মঞ্চে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচেই নতুন রেকর্ডার মালিক হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। দেশের জার্সিতে ওডিআই ফর্ম্যাটে ২০০০ রানের মালিক হলেন লোকেশ রাহুল। এদিনই দেশের জার্সিতে চোট সারিয়ে প্রত্যাবর্তন হয়েছে লোকেশ রাহুলের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে চিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। আইপিএলের সময়ই চোট পয়েছিলেন তিনি। এরপর থেকেই ভারতীয় দলের হয়েআর মাঠেদেখা যায়নি লোকেশ রাহুলকে। যদিও এশিয়া কাপের আগেই তাঁর সুস্থ হয়ে ওঠার কথা শোনা গিয়েছিল। এরপরই তাঁকে নিয়ে বাড়তে সুরু করেছিল জল্পনা।শেষপর্যন্ত এশিয়া কাপের মঞ্চে ফিরে এসেছিলেন লোকেশ রাহুল। কিন্তু শেষপর্যন্ত সেই মঞ্চেও নামতে পারেননি লোকেশ রাহুল। তাঁর হাল্কা চোটের কথা আগেই জানিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচক অজিত আগরকর।
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল
সেই চোটের কারমেই ভারতীয় দলের হয়ে এশিয়াকাপের প্রতম দুই ম্যাচে নামতে পারেননি লোকেশ রাহুল। একেবারে সুুপার ফোরের মঞ্চেই ফিরেছেন এই তারকা ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে প্রত্যাবর্তন হয়েছে লোকেশ রাহুলের। শ্রেয়স আইয়ারের পরিবর্তেই পাকিস্কানের বিরুদ্ধে নেমেছন লোকেশ রাহুল। ভারতীয় দলের হয়ে বরাবরই চার নম্বর পজিশনে খেলেন লোকেশ রাহুল। এদিনও পাকিস্তানের বিরুদ্ধে সেই পজিশনেই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
চোট সারিয়ে ফেরার পর লোকেশ রাহুল কেমন পারফরম্যান্স করেন সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। যদিও শুরুটা খুব একটা খারাপভাবে করেননি এই তারকা ক্রিকেটার। নাসিম শা, শাহিন আফ্রিদিদের বিরুদ্ধে বেশ ভাল ছন্দেই খেলছিলেন এই তারকা ক্রিকেটার। বৃষ্টির জন্।আপাতত খেলা কিছুক্ষণ স্থগিত রয়েছে। এরপর লোকেশ রাহুল কেমন খেলেন সেটা তো সময়ই বলবে। এই মুহূর্তে ক্রিজে বিরাট কোহলির সঙ্গে ১৭ রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।
শুভমন গিল সাজঘরে ফেরার পরই দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন লোকেশ রাহুল। এখনও পর্যন্ত জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেই ওডিআই কেরিয়ারে ২০০০ রান পূর্ণ করেছেন তিনি। লোকে রাহুল বড় রান পান কিনা সেটাই দেখার।
The post প্রত্যাবর্তনের মঞ্চেই ওডিআই ফর্ম্যাটে ২০০০ রান সম্পূর্ণ করলেন লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.