Rohit Sharma 500. ( Image Source: Twitter )
চলতি বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে বড় রান করতে না পারলেও একাধিক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। পরপর দুটো ও়ডিআই বিশ্বকাপে ৫০০+ রান করার পাশাপাশি, প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে বিশ্বকাপের মঞ্চে ৫০০ রানের গন্ডী টপকালেন দ্য হিটম্যান। ভেঙে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়েক ২৩ বছর পুরনো রেকর্ড। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধেই চলতি বিশ্বকাপের মঞ্চে ৫০০ রানের গন্ডী টপকেছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই অধিনায়ক হিসাবে ভেঙেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও। আর তাতেই আপ্লুত সকলে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এদিন ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ওপেনিংয়ে সুভমন গিলকে সঙ্গে নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। তাঁর হাত থেকেও ছিল একের পর এক বড় শটের ঝলক। সেই থেকেই রোহিত শর্মার ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন সকলে। যদিও শেষপর্যন্ত হয় নি। কিন্তু রোহিত শর্মার রেকর্ড গড়া থেকে ব্যর্থ হননি। ৬১ রানের ইনিুংস খেলার পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় দলের তারকা অধিনায়ক।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা
এর আগে ২০০৩ সালে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০১৯ সালে বিরাট কোহলি ৪৪৩ রান করলেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকাতে পারেননি েই তারকা ক্রিকেটার। সেই সমস্ত রেকর্ড এবার ভেঙে দিলেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫০০ রানের গন্ডী টপকেছঠেন রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। এই মুহূর্তে চলতি বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার ৯ ম্যাচ খেলে রান ৫০৩।
Make that half-century number 💯 in international cricket for Rohit Sharma 👏👏
He powers #TeamIndia to yet another superb start!#CWC23 | #MenInBlue | #INDvNED pic.twitter.com/3tCVPUJ91K
— BCCI (@BCCI) November 12, 2023
ইতিমধ্যেই ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এবারের ওডিআই বিশ্বকাপের শুরু থেকেই রোহিত শর্মার ব্যাটে বড় রানের ঝলক দেখা গিয়েছিল। যদিও ভারতীয় হিসাবে এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। রোহিত শর্মার এদিন ৬১ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৮টি চার ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে শুভমন গিলের সঙ্গে শুরু থেকেই দুরন্ত মেজাজে ছিলেন তিনি। অবশেষে লিগ পর্বের শেষ ম্যাচেই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে দিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সর্বোচ্চ ৪৬৫ রান থাকলেও ৫০০ রানের গন্ডী এর আগে কোনও ভারতীয় অধিনায়কই টপকাতে পারেননি। সেটাই করে দেখালেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ওডিআই বিশ্বকাপে ৫০০ রানের গন্ডী টপকালেন তিনি।
The post প্রথম ভারতীয় অধিনায়ক বিশ্বকাপে ৫০০ রান করলেন রোহিত শর্মা, ভাঙলেন সৌরভের রেকর্ড appeared first on CricTracker Bengali.