loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

প্রথম ম্যাচে ওপেন করবেন শুভমন গিল ও ঈশান কিষাণ জুটি, জানালেন হার্দিক পান্ডিয়া

মার্চ 16, 2023

No tags for this post.

Hardik Pandya. (Photo Source: Instagram)

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারতের সামনে লক্ষ্য একদিনের সিরিজ জয়। এই বছরই ঘরের মাঠে রয়েছে ওডিআই বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতার মঞ্চে নামার আগে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা্ রাখে না। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচেই ভারতীয় দলের ওপেনিং পার্টনারসিপ নিয়ে মুখ কুললেন হার্দিক পান্ডিয়া।

ব্যক্তিগত কারণের জন্য প্রথম ম্যাচে নেই রোহিত শর্মা। তাঁর পরিবর্তে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়কের দায়িত্ব উঠেছে হার্দিক পান্ডিয়ার কাঁধে। ভারতীয় দলের নেকৃত্বের দায়িত্েব নিয়ে এখনও পর্যন্ত কোনও সিরিজে ব্যর্থতার স্বাদ  পাননি হার্দিক পান্ডিয়া। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে নামার আগহে থেকেই ওপেনিং অর্ডার নিয়ে একটা গুঞ্জন সুরু হয়েছিল। ম্যাচের ২৪ ঘন্টা আগেই কার্যত সেই জল্পনার অবসান ঘটালেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এরকদিনের ম্যাচে দ্বিশতরান করেছিলেন শুভমন গিল

শুভমন গিল এহবং ঈশান কিষাণই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিং জুটি হিসাবে নামতে চলেছে। ম্যাচের আগেপর দিন স্পষ্ট করে দিয়েছেন খোদ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সদ্য শেষ হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। গোা সিরিজে দুটো টেস্টেই খেলেছেম শুভমন গিল। শেষ টেস্টেই দুরন্ত শতরান দেখিয়েছেন শুভমন গিল। য়া দেখার পর থেকেই তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সকলে। সেইসঙ্গেই ঈশান কিষাণকেও ফের ভারতীয় দলে ফেরাতে চলেছেন হার্দিক পান্ডিয়া।

এই প্রসঙ্গেই হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “ঈশান কিষাণ এবং শুভমন গিল এই ম্যাচে ওপেনিং করবেন”। নতুন বছরে শুধু টেস্টের মঞ্চে নয়,  একদিনের ক্রিকেটেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দ্বিশতরান পেয়েছিলেন তিনি। সেইসঙ্গে সেঞ্চুরীও এসেছিল এই তরুণ ক্রিকেটারের ব্যাটে। তিনি যে ওপেনিংয়ে রয়েছে তা কার্যত স্পষ্টই ছিল। কিন্তু তাঁর সঙ্গে কে খেলবেন, তা নিয়েই দেখা দিয়েছিল জল্পনা। শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে ঈশান কি,াণের ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

গতবছর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলন ঈশান কিষাণ। সেখানেই কেরিয়ারের প্রথম দ্বিশতরান পেয়েছিলেন ঈশান কিষাণ।  এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত সেই পারফরম্যান্স ঈশান কিষাণ দেখাতে পারে কিনা সেটাই দেখার।

The post প্রথম ম্যাচে ওপেন করবেন শুভমন গিল ও ঈশান কিষাণ জুটি, জানালেন হার্দিক পান্ডিয়া appeared first on CricTracker Bengali.

Related Posts

সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়াচ্ছেন শিখর ধওয়ান

সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়াচ্ছেন শিখর ধওয়ান

Suryakumar Yadav. (Photo by Daniel Pockett-ICC/ICC via Getty Images) সূর্যকুমার যাদবের পাশে দাঁড়ালেন এবার শিখর ধওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমর যাদবের খারাপ পারফরম্যান্স নিয়ে ক্রমশই সমালোচনার সুর চড়া হতে শুরুি করেছে। এমন পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের পাশেই...

ডাব্লিউপিএল ২০২৩: বাউন্ডারির দূরত্ব কমিয়ে আনা নিয়ে প্রশ্ন আসতেই কড়া জবাব হারমানপ্রীতের

ডাব্লিউপিএল ২০২৩: বাউন্ডারির দূরত্ব কমিয়ে আনা নিয়ে প্রশ্ন আসতেই কড়া জবাব হারমানপ্রীতের

Harmanpreet Kaur. (Photo Source: Twitter) টিম ইন্ডিয়া ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কউর মাঠে ও মাঠের বাইরে, উভয় জায়গাতেই, নিজের অন্তরের কথা সোচ্চারে জানাতে কখনও পিছপা হন না। ৩৪ বছর বয়সী খেলোয়াড় চলমান মহিলাদের প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ব্যাটার ও...

সূর্যকুমার যাদবের ব্যর্থতার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই দায়ী করলেন দানিশ কানেরিয়া

সূর্যকুমার যাদবের ব্যর্থতার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই দায়ী করলেন দানিশ কানেরিয়া

Suryakumar Yadav. (Photo Source: Twitter) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব। আর তা নিয়েই শুরু হয়েছে এবার নানান জল্পনা। সেই থেকেই সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের প্রথম একাদশে না রাখার দাবীতেও সোচ্চ্বার হয়েছিলেন সকলে। এমন...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy