Faf Duplessis. ( Image Source: IPL )
সোমবারই ভারতের বিরুদ্ধ টেস্ট, ওডিআইয়ের পাশাপাশি টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। স্বভাবতই সেখানে কুইন্টন ডিকক, রাইলি রসোদের নাম নেই। আগামী বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে কী এই দুই তারকাকে ছাড়াই এহবার নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। এমনই একটা গুঞ্জন শোনাযাচ্ছে। সেখানেই দক্ষিণ আফ্রিকার কোচের এক বিরাট বার্তা। আর সেটা শুনে অনেকেই চমকে যেতে পারেন। ডিকক ও রাইলি রসো তো রয়েছেনই। সেইসঙ্গে নাকি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ফাফ ডুপ্লেসিরও জন্যও নাকি এখনও দড়জা খোলা রয়েছে।
শেষ আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ফাফ ডুপ্লসি। কার্যত তাঁর এবং বিরাট কোহলির পারফরম্যান্সে ভর করেই এগিয়ে চলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের একবার ফেরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। একইরকমভাবে এবারের সাউথ আফ্রিকা টি টোয়েন্টিতেও নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই তাঁকে নিয়ে ননান কথাবার্তা চলছিল।
শেষ দুই মরসুমের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ফাফ ডুপ্লেসি
এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন কুইন্টন ডিকক। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মঞ্চে চারটি সেঞ্চুরী করেছিলেন তিনি। যদিও আগেই ঘোষণা করেছিলেন নিজের অবসরর কথা। এই বিশ্বকাপের পরই দেশের জার্সিতে সাদা বলের ফর্ম্যাটে না খেলার কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু তাঁর মতো ক্রিকেটার না খেললে যে দক্ষিণ আফ্রিকা বেশ চিন্তা পড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টারের কথা শুনলে কিন্তু সকলেই স্বস্তি পেতে পারেন। তাদের দলে ফেরার রাস্তা এনও খোলা রয়েছে বলেই মনে করছেন কোচ রব ওয়াল্টার।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমাদের দলের ফ্রন্টলাইনের কয়েকজন বোলার এই মুহূর্তে নেই। সেইসঙ্গে কয়েকদন এমন ক্রিকেটার রয়েছেন যারা বাইরে রয়েছেন। যেমন কুইন্টন ডিকক, রাইলি রসো এবং ফাফ ডুপ্লেসিদের মতো ক্রিকেটাররা। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তাদের নিয়ে ফের ভাবা যেতেই পারে। এছাড়াও এখনও একটা সাউথ আফ্রিকা টি টোয়েন্টি প্রতিযোগিতা রয়েছে। দলের ৮০ শতাংশ অবশ্য প্রস্তুতই রয়েছে। এরপরও অবশ্য কয়েকজনের জন্য আলোচনা করা হবে।
এবরের টি টোয়য়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাতে হবে। সেখানে এই তিন ক্রিকেটারকে খেলালে যে দক্ষিণ আফ্রিকার বাকি ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে তা বলার অপক্ষা রাখে না।
The post ফাফ ডুপ্লেসির জন্য টি২০ বিশ্বকাপের দলে ফেরার রাস্তা খোলা, বার্তা দক্ষিণ আফ্রিকার কোচের appeared first on CricTracker Bengali.










