Kapil Dev. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। ১৯শে নভেম্বর, রবিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ভারত এখনও পর্যন্ত দুইবার ওডিআই বিশ্বকাপের ট্রফি জিতেছে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্ৰথমবারের জন্য বিশ্বকাপের ট্রফি জিতেছিল ভারতীয় দল। এরপর, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত।
১৯৮৩ সালের বিশ্বকাপের সময় কেউই ভাবতে পারেনি যে ভারত ট্রফি জিতবে। তবে কপিল দেবের নেতৃত্বাধীন দল অসাধ্যসাধন করে দেখিয়েছিল। গ্রুপ পর্বে নিজেদের প্ৰথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচটিতে ভারতীয় দল ৩৪ রানে জয় পেয়েছিল। গ্রুপ পর্বে ভারত মোট ৬টি ম্যাচ খেলেছিল, যার মধ্যে ৪টি ম্যাচে তারা জয় পেয়েছিল এবং ২টি ম্যাচে তারা হেরেছিল।
এই পর্বে ভারত ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলেছিল। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কপিল দেবের নেতৃত্বাধীন দল একটি করে ম্যাচ জিতেছিল এবং একটি করে ম্যাচ হেরেছিল। অন্যদিকে, জিম্বাবুয়েকে তারা ২টি ম্যাচেই হারাতে সক্ষম হয়েছিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটিতে কপিল দেব ১৩৮ বলে অপরাজিত ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংসটি খেলেছিলেন।
সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটিতে ইংল্যান্ড প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৬০ ওভারে ১০ উইকেটে ২১৩ রান তুলেছিল। ভারত ৫৪.৪ ওভারে ৪ উইকেটে ২১৭ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। এই ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন মহিন্দর অমরনাথ। তিনি ব্যাট হাতে ৯২ বলে ৪৬ রান করেছিলেন এবং বল হাতে ১২ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন।
ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত
ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপে ট্রফি জিতেছিল। ১৯৮৩ সালে তাদের বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করা থেকে আটকাতে সক্ষম হয়েছিল ভারত। এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি ভারতীয় দল। তারা মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। কৃষ্ণমাচারি শ্রীকান্ত, সন্দীপ পাটিল এবং মহিন্দর অমরনাথ যথাক্রমে ৫৭ বলে ৩৮ রান, ২৯ বলে ২৭ রান এবং ৮০ বলে ২৬ রান করেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মাত্র ১৪০ রানে শেষ হয়ে গিয়েছিল এবং ভারত ৪৩ রানে ম্যাচটি জিতে নিয়েছিল। মদন লাল এবং মহিন্দর অমরনাথ যথাক্রমে ১২ ওভারে ৩১ রান এবং ৭ ওভারে ১২ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেছিলেন।
The post ফিরে দেখা: ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য appeared first on CricTracker Bengali.










