Arshdeep Singh. (Photo by Matt King-ICC/ICC via Getty Images)
আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। কারপর থেকেই নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করেই কোন ক্রিকেটারের সুযোগ পাওা উচিত্ ছিল এমন নানান কথাবার্তাউ শোনাযাচ্ছিল। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পীযূশ চাওলা। তাঁর মতে ভারতের এই বিশ্বকাপ স্কোয়াডেবাঁ হাতি বোলার হিসাবে অর্শদীপ সিংকে রাখা যেত। এই মুহূর্তে ভারতে বাঁ হাকতি পেসারের অরপশন হিসাবে অর্সদীপ সিংইউ সবচেয়ে বেশী এগিয়ে রয়েছেন। যদিও ভারতীয় দলের এই মুহূর্তে পেস ত্রয়ীর প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে।
বাং হাতিপেসার দলে থাকলে যে প্রতিপক্ষ শিবিরেরব্যাটারদের কতটা সস্যায়ফেলা যায়তা পাকিস্তানকে দেখলেই বোঝা যায়। শেষকয়েক মরসুম ভারতীয় দলের বিরুদ্ধে বাঁ হাতি পেসারদের সাহায্যেি সাফল্যের রাস্তায় এগোতে শুরু করেছে পাকিস্তান। মহম্মদ আমি, শাহিন আফ্রিদিদের সামনে ভারতীয় দলের তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের বারবারই সমস্যায় পড়তে দেখা গিয়েছে। সেই কতা বিচার করেই যে অর্শদীপ সিংকে ভারতীয় দলের রাখার পরামর্শ দিচ্ছেন পীযূশ চাওলা তা বলার অপেক্ষা রাখে না।
এবারের এশিয়া কাপের দলেও সুযোগ হয়নি অর্শদীপ সিংয়ের
যদিএ এবারের এশিয়া কাপের ম়্চেও ভারতীয় শিবিরে নেই অর্শদীপ সিং। তাঁকে না রেখেই বারতীয় দল ঘোষণা করা হয়েছে। তেমনই গত মঙ্গলবার ঘোষণা হয়েছে এবারের ওডিআই বিশ্বকাপের দলও। সেখানেও অর্শদীপ সিংকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। যদিও পীযূশ চাওলা অবশ্য তাদের সঙ্গে একেবারে একমত হতে পারছেন না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজদের নিয়ে বেশ আক্মবি্শ্বাসের সুরও শোনা গিয়েছে তাঁর মুখে।
এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার পীযূশ চাওলা জানিয়েছেন, “আমাদের যদি বাঁ হাতি পেসারের কোনওরকম অরশন না থাকে সেক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে খুঁজে দেখি সেখানে আমার মনে হয় অর্সদীপ সিং একেবারেই সঠিক পছন্দ হবে। তবে আমাদের দলের সঙ্গে রয়েছেন এই তিন পেসারদের সঙ্গে যদি তাঁর তুলনা করা হয় তবে পরিসংখ্যানের বিচারে অনেকটাই এগিয়ে রয়েছেন অর্শদীপ সিং”।
সম্প্রতি ভারতীয় দলের হয়ে সেভাবে দেখা যায়নি অর্শদীপ সিংকে। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মঞ্চে তিনি ভারতীয় দলে থাকলেও, এবার অবশ্য এশিয়া কাপের ম়ঞ্চে সুযোগ হয়নি তাঁর। এরকইরকমভাবে বিশ্বকাপের মঞ্চেও জায়গা হয়ননি এই তরুণ ক্রিকেটারের।
The post বাঁ হাতি পেসারের অপশন হিসাবে অর্শদীপ সিংকে এগিয়ে রাখছেন পীযূশ চাওলা appeared first on CricTracker Bengali.