Tanzid Hasan. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )
এশিয়া কাপের মঞ্চে নামার আগেই এবার বাংলাদেশ শিবির পরিণত হয়েছিল মিনি হাসপাতালে। দলের তাবড় তাবড় তারকাদের ক্রিটারদের ছাড়াই নামতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছে বাংলাদেশ শিবির। সেখানেই বাংলাদেশের জার্সিতs ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয়েছে বাংলাদেশের তরুম ক্রিকেটার তানজিদ হাসানের। করিন্তু কেরিয়ারের প্রথম ওডিআই ম্য়াচেই খারাপ স্মৃতি সঙ্গে নিয়েই মাঠ ছাড়তে হল তাঁকে। বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসাবে ওডিআইয়ের মঞ্চে অভিষেক ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরতে হল এই তরুণ ক্রিকেটারকে। রানের খাতাই খুলতে পারেননি এই তরুণ ক্রিকেটার।
এবারের এশিয়া কাপের ম়ঞ্চে আসার আগে থেকেই বাংলাদেশ শিবিরে ছিল একের পর এক চোটের ধাক্কা। প্রথমেই কোমড়ের চোটের জন্য বাংলাদেশ শিবির থেকে ছিটকে গিয়েছিলেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। এরকপরই ম্যাচের একদিন আগে বাংলাদেশ শিবির থেকে ছিটকে গিয়েছেন আরেক তারকা ক্রিকেটার লিটন দাস। আর সেটা যে বাংলাদেশ শিবিরকে বেশ চাপে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
তামিম ইকবালের পরিবর্তেই বাংলাদেশ শিবিরে এসেছিলেন তানজিদ হাসান
এশিয়া কাপের আগে এই তামিম ইকবালের পরিবর্তেই বাংলাদেশ শিবিরে সুযোগ পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার তানজিদ হাসান। এশিয়া কাপের ম়্চে তরুণ দল নামার সিদ্ধান্ত নেওয়ার ফলেই এই তরুণ ক্রিকেটারকে বাংলাদেশ শিবিরে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই হতাশ হয়ে সাজঘরে ফিরতে হয়েছে এই তরুণ ক্রিকেটারকে। আরেক ওপেনার মহম্মদ নাইমও এদিন শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। এদিমন ম্যাচের শুরুতেই তানজিদ হাসানকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার অন্যতম কারকা ক্রিকেটার মথিসা পাথিরানা।
তানজিদ হাসান আউট হওয়ার পরই বাংলাদেশের জার্সিতে এক খারাপ রেকর্ডের তালিকায় নাম তুললেন তিনি। চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার হিসাবে অভিষেক ও়ডিআই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
বাংলাদেশের হয়ে ওপেনার হিসাবে ওডিআই ফর্ম্যাটে অভিষেকেই শূন্য রানে ফিরেছেন যারা
হারুনুর রশিদ – ০ বনাম ভারত
নুরুল আবেদিন – ০ বনাম পাকিস্তান
রফি্কুল ইসলাম – ০ বনাম দক্ষিণ আফ্রিকা
তানজিদ হাসান – ০ বনাম শ্রীলঙ্কা
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব অল হাসান। সেখানেই তামিম ইকবালের জায়গায় বাংলাদেশের ওপেনার হিসাবে সুযোগ পেয়েছিলেন তালজিদ হাসান। কিন্তু প্রথম ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
The post বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসাবে ওডিআই অভিষেকে শূন্য রানের তালিকায় তানজিদ হাসান appeared first on CricTracker Bengali.