Babar Azam. (Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)
এশিয়া কাপে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। একের পর এক ম্যাচে বড় জয় তুলে নিচ্ছে তারা। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে নেমেছিল পাকিস্তান। সেখানেও দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছে পাকিস্তান শিবির। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখি্য়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। সাকিব অল হাসানদের বিরুদ্ধে ৭ উইকেটে জয়তুলে নিয়েছিল পাকিস্তান। সেই জয় যে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল তা বলতে দ্বিধা করেননি পাক অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশের বিরুদ্ধেও পাকিস্তানের বোলাররা ছিলেন দুরন্ত মেজাজে। তাদের হাত ধরে বাংলাদেশকে মাত্র ১৯১ রানের মধ্যেই শেষকরে দিয়েছিল পাকিস্তান। সেইসঙ্গে নিজেদের সুপার ফোরে জয় দিয়েই যাত্রা শুরু করেছে পাক বাহিনী। আগামী ১০ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে এই জয়টা পাকিস্তান শিবিরের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে ১০০ শতাশ নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত এখন পাক শিবির।
বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য ১৭ রানেই সাজঘরে ফিরেছিলেন বাবর আজম
গ্রুর পর্বেও ভারতের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচেও পাকিস্তানের পেসাররা দুরন্ত মেজাজে ছিলেন। কার্যত তাদের দাপটের সামনে ব্যর্থ হয়ে সাজঘরে পিরতে হয়েছিল ভারতীয় দলের টপ অর্ডারকে। ঈশান কিষাণও হার্দিক পান্ডিয়ার সেই ম্যাচে হাল না ধরলে ভারত যে১০০ রানের গন্ডীও সেদিন টপকাতে পারত না তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচও পাকিস্তানের পেসাররা ১০ উইকেট তুলে নিয়েছিল ভারতের। সেইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধেও পাকিস্তানের পেসাররা ছিলেন বিধ্বংসী মেজাজে। একইসঙ্গে তাদের ব্যাটাররাও ভাল ছন্দে রয়েছে। শেষ ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ইমাম উল হক, মহম্মদ রিজওয়ানরা। সেই পারফরম্যান্সই ভারতের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান।
বাংলাদশের বিরুদ্ধে জয়ের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে নামার আগে আমরা একেবারেই বাড়তি চাপের মধ্যে নেই। এই জয়টাই আমাদের আত্মবিশ্বাস আর অনেকটা বাড়িয়ে দিচ্ছে। বড় ম্যাচের জন্য আমরপা সবসময়ই প্রস্তুত রয়েছি। পরবর্তী ম্যাচে আমরা আমাদের ১০০ শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি”।
এবারের এশিয়া কাপে ভারতীয় দলের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের বোলাররা। শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রওফরা ছিলেন দুরন্ত ফর্মে। এবার ফের একবার ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। সেখানেও ফের একবার পাকিস্তানের বোলারদের সেই পারফরম্যান্স দেখা যায় কিনা তা তো সময়ই বলবে।
The post বাংলাদেশের বিরুদ্ধে জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে পাকিস্তানকে, মনে করছেন বাবর আজম appeared first on CricTracker Bengali.