Tamim Iqbal. (Photo Source: BCB)
তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের অন্দরে সমস্যা চলেই যাচ্ছে। তামিমের অবর থেকে দেশের জার্সিতে ফিরে আসা। সবকিচু নিয়েই নানান কথাবার্তা চলছে। চোটের জন্য এসিয়াকাপের মঞ্চে ম়্চে খেলতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। যদিও তাঁর বিস্বকাপ কেলা নিয়ে সকলেই বেশ আশাবাদী ছিল। মঙ্গরবারই বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলেই সুযোগ হয়নি তারকা ক্রিকেটার তামিম ইকবালের। এই ঘটনা য়ে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
তামিম ইকবাল কেন বাংলাদেশের স্কোয়াডে নেই, সেই বিষয় নি্য়েই নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। তামিম ইকবাল নিজেই সরে গিয়েছেন নাকি তাঁকে দলে রাখা হয়নি এমন নানান বিষয় ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। সেই বিষয় নিয়েই এবার মুখ খুলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বেশ কয়েকদিন ধরেই তাঁর বাংলাদেশ স্কোয়াডে না থাকা নিয়ে নানান কথাবার্তা শুনছেন তিনি। বিভিন্ন রকমের খবরও শোনাযাচ্ছে গণ মাধ্যমে। সমস্তরকম ভুল এবার ভাঙার সময় এসেছে বলেই মনে করছেন তামিম ইকবাল।
চোটের জন্য এবারের এশিয়া কাপে খেলতে পারেননি তামিম ইকবাল
ফেসবুকেইএকটি পোস্ট করে সেই কথা জানিয়েছেন তিনি। চোটের জন্য এবারের এশিয়া কাপে খেলতে পারেননি তামিম ইকবাল। কবে তাঁরক বিশ্বকাপের দলে ফেরা নিয়ে সকলেই বেশ আশাবাদী ছিলেন। এমন পরিস্থিতিতে শেষপর্যন্ত সকলকে হতাশই হতে হয়েছে। মঙ্গলবার বিশ্বকাপের জন্য বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে তামিম ইকবাল নেই। আর সেই ঘটনা নিয়েই নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এবার সেই বিষয় নিয়েি মুখ খুলতে চলেছেন তামিম ইকবাল। তারই আভাস সোশ্যাল মিডিয়ায় দিলেন এই তারকা ক্রিকেটার।
বুধবার সোশ্যাল মিডিয়ায় তামিম ইকবাল জানিয়েছেন, “আজকে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যপারকে কিছু কথা বলব। গত কয়েকদিনে অনেক কথাই গণ মাধ্যমে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবারই পরিষ্কার ভাবে সবকিছু জানার অধিকার রাখে”।
তামিম ইকবাল এই বছরেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হঠাত্ই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও পরে দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন তামিম ইকবাল। কিন্তু তার পর থেকে আর দেশের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। অএবার তামিম ইকবাল কী বলেন সেই কথাই শোনার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বাংলাদেশ স্কোয়াড ঘোষণা হওয়ার পরই তামিম ইকবালের বিশেষ বার্তা, জল্পনা তুঙ্গে appeared first on CricTracker Bengali.