Aakash Chopra. (Photo Source: Facebook)
২৭শে জুলাই, বৃহস্পতিবার, বার্বাডোসের কেনসিংটন ওভালে শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচের জন্য ভারতের প্ৰথম একাদশ বেছে নিয়েছেন আকাশ চোপড়া।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “আমার মতে, শুভমন গিল এবং রোহিত শর্মার সাথে ভারত শুরু করবে। ইশান কিশানের নাম আপনার মনে আসবে, কিন্তু আপনি তাকে খেলাবেন না, অর্ডারের শীর্ষে একেবারেই না। রোহিত শর্মা ত্রিনিদাদে দ্বিতীয় ইনিংসে যে ইনিংস খেলেছিলেন তার মতোই একটি ইনিংস খেলার প্রত্যাশা করবেন। লাল বলের ক্রিকেটকে কিছুটা ভুলে যাবেন শুভমন গিল।”
তিনি আরও বলেন, “এর পর বিরাট কোহলি তিন নম্বরে আসবেন। তারা কি ইশানকে চার বা পাঁচ নম্বরে জায়গা দিতে পারবে, সেটাই বড় প্রশ্ন। আমি সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনকে ৪ এবং ৫ নম্বরে রাখছি।”
তিনি যোগ করেছেন, “হার্দিক পান্ডিয়া ৬ নম্বরে খেলবেন। এর পরে, রবীন্দ্র জাদেজা ৭ নম্বরে। আপনি যদি ৮ নম্বরে আরেকজন ব্যাটারকে খুঁজছেন, আপনার কাছে দুটি বিকল্প থাকবে – অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুর। অক্ষর প্যাটেল আমার ভোট পেতে পারে এই সহজ কারণে যে হার্দিক পান্ডিয়া বল করলে আমার শার্দুল ঠাকুরের প্রয়োজন নাও হতে পারে।”
“আমি উমরান মালিককে দলে রাখার চেষ্টা করতে চাই কারণ সে এশিয়ান গেমসের স্কোয়াডেও নেই” – আকাশ চোপড়া
আকাশ চোপড়া তার পছন্দের ভারতীয় একাদশে মহম্মদ সিরাজের নাম রেখেছেন। কিন্তু এই অভিজ্ঞ পেসার তিন ম্যাচের সিরিজটিতে খেলবেন না।
আকাশ চোপড়া বলেন, “তারপর আমি কুলদীপ যাদবকে ৯ নম্বরে রাখব। সুতরাং আমি তিনজন স্পিনার নিয়ে যেতে চাই যদি না পিচে প্রচুর ঘাস থাকে এবং সাইডওয়ে মুভমেন্ট পাওয়া যায়। তারপরে মহম্মদ সিরাজ এবং উমরান মালিক। আমি অবশ্যই উমরান মালিককে খেলাবো। আমি তাকে নতুন বল দিতে পারি বা নাও দিতে পারি। আমি হার্দিক পান্ডিয়াকে দিয়ে চার ওভার বল করাতে পারি এবং তারপরে উমরান মালিককে মাঝখানে নিয়ে আসতে পারি।”
তিনি আরও বলেন, “আমি উমরান মালিককে দলে রাখার চেষ্টা করতে চাই কারণ সে এশিয়ান গেমসের স্কোয়াডেও নেই। তাই ভারতীয় দলও তাকে এক্স-ফ্যাক্টর বোলার হিসেবে বিশ্বকাপে নেওয়ার চেষ্টা করছে এবং আমি তাদের সঙ্গে আছি।”
আকাশ চোপড়ার পছন্দের ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক।
The post বার্বাডোসে প্ৰথম একদিনের ম্যাচের জন্য ভারতীয় দলের প্ৰথম একাদশ বেছে নিলেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.