Rohit Sharma. ( Photo Source: Sydney Seshibedi/Gallo Images/Getty Images )
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রী হার। তিন দিনেই শেষ হয়ে গিয়েছে সেঞ্চুরীয়ন টেস্ট। দুই ইনিংসেই বারীয় দলের ব্যাটিং লাইনআপ চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রথম ইনিংসে ভারত ২০০ রানের গন্ডী টপকাতে পারলেও, দ্বিতীয় ইনিংসে প্রোটিয় বোলিং লাইনআপের বিরুদ্ধে তারা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। এরপর থেকেই ভারতের বিদেশের মাটিতে ব্যাটিং নিয়ে নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই ভারতীয় দলের ব্যাটারদের পাশে দাঁড়াচ্ছেন রোহিত শর্মা। বিদেশের মাটিতে তারা যে একেবারেই ব্যর্থ এই কথা মেনে নিতে পারছেন না ভারত অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরীয়নে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ভারতীয় দলের বোলাররা। মাত্র ১৩১ রানেই শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। পরপর দুই ইনিংসেই ভারতীয় দলের ব্যাটারদের এমন পারফরম্যান্স নিয়ে যে সমালোচনা হবে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষেই সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। রোহিত শর্মাও অবশ্য তাঁর জবাব দিতে প্রস্তুত ছিলেন।
দ্বিতীয় ইনিংসে মাত্র শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা
বিদেশের মাটিতে ভারতীয় দলের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতেই সরাসরি জবাব দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। বিদেশের মাটিতে ভারতীয় দলের ব্যাটাররা যে ব্যর্থ তা মানতে একেবারেই নারাজ তিনি। তাঁর মতে এর আগেও বিদেশের মাটিতে বহু দেশে তারা সফল হয়েছে। উদাহর হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় যেমন রয়েছে। তেমনই ইংল্যান্ডের মাটিতেও ভারতীয় দলের টেস্ট জয়ের কথা শোনা গিয়েছে ভারত অধিনায়কের মুখে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ হলেও ভারতীয় দলের ব্যাটারদের পাশেই দাঁড়াচ্ছেন অধিনায়ক।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা জানিয়েছেন, “হ্যাঁ অবশ্যই এখানে আমাদের এমন একটা পারফরম্যান্স হয়েছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে কেমন খেলেছি। অস্ট্রেলিয়ার মাটিতে আমরা সিরিজ জিতেছিলাম। সেখানে আমাদের ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। ইংল্যান্ডের মাটিতে আমরা টেস্ট সিরিজ ড্র করেছিলাম। সেখানে আমরা ব্যাট এহবং বোলিং দুই জায়গাতেই নিজেদের দক্ষতা দেখিয়েছিলাম”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে প্রথম ইনিংসে লোকেশ রাহুল সেঞ্চুরী পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবস্য ব্যর্থ হয়েছিলেন তিনি। সেখানে ভারতীয় দলের হয়ে একমাত্র বড় রান পেয়েছিলেন বিরাট কোহলি। ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও ততে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের রাস্তায় এগোতে পারেনি টিম ইন্ডিয়া। গত সিরিজেও ভারতীয় দলের ব্যাটাররা প্রোটিয়াদের মাটিতে সফল হতে পারেননি। ভারতের এমন পারফরম্যান্সের পর যে ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
The post বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ মানতে নারাজ রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.