Rohit Sharma. ( Image Source: Disney+Hotstar )
বিশ্বকাপ চলাকালীনই রোহিত শর্নার মুকুটে নয়া পালক। ওডিআই ক্রিকেটের ফর্ম্যাটে প্রথমবার বিরাট কোহলিকে টপকে গেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বুধবারই নতুন ক্রম তালিকা প্রকাশ করছে আইসিসি। সেখানেই ওডিআই ব্যাটারদের তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। নিজের জায়গা থেকে দুই ধাপ নীচে নেমে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। আর তাতেই যে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না।
এবারের ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ বাদ দিলে রোহিত শর্মার ব্যাট থেকে এবারের ওডিআই বিশ্বকাপে শুধুই দেখা গিয়েছে রানের ঝলক। আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা যেমন ছিলেন হিটম্যানের মেজাজে। তেমনই পাকিস্তানের বিরুদ্ধেও রোহিত শর্মাক বিধ্বংসী পারফরম্যান্সের স্বাক্ষী রয়েছেন সকলে। আর সেই পারফরম্যান্সই যে রোহিত শর্মাকে এই সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে তা বলাই বাহুল্য। অন্যদিকে সাত নম্বর থেকে ৯ নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি।
ওডিাই বিশ্বকাপের মঞ্চে সাতটি সেঞ্চুরীর মালিক রোহিত শর্মা
এবারের এশিয়া কাপের মঞ্চ থেকেই ফর্মে ফিরেছেন রোহিত শর্মা। সেখানে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় রানের পারফর্ম্যান্স দেখাতে পারেননি তিনি। এবারের এসিয়া কাপে রোহিত শর্মার ব্যর্থতা বলতে এই টুকুই। এরপর থেকে প্রতি ম্যাচে ওপেনিংয়ে রোহিত শর্মার ব্যাট থেকে ছিল রানের ফোয়ারা। পাকিস্তানের বিরুদ্ধে য।েমন সুপার ফোরের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। অন্যান্য ম্যাচও হিটম্যান ছিলেন নিজের মেজাজে। একইসঙ্গে এবারের এশিয়া কাপে অর্ধশতরানের হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। সেই পারফর্ম্যান্সের ধারাটাই বজায় রেখেছেন রোহিত শর্মা।
এবারের বিশ্বকাপেও অসাধারণ ফর্মে রয়েছেন রোহিত শর্মা। সেখানেও তাঁর হাত থেকে দেখা গিয়েছে একের পর এক বড় রানের ঝলক। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। এরপরই পাকিস্তানের বিরুদ্ধেও বড় রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। একের পর এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
রোহিত শর্মা এই বিশ্বকাপের মঞ্চেই আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ ওভার বাউন্ডারির রেকর্ড গড়েছেন। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙারও নয়া নজির। এবারের বিশ্বকাপেই সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। সমস্তকিছু মিলিয়েই যে এবার ক্রম তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে ক্রম তাবলিকায় দুই নম্বরে উঠে এসেছেন শুভমন গিলও।
The post বিরাটকে টপকে ওডিআই ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.










