Dunith Wellalage. ( Photo Source: Surjeet Yadav/Getty Images )
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সোমবারই পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। মঙ্গলবার সেই একই স্টেডিয়ামে বদলে গেল সমস্ত চিত্রটা। শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ওয়েল্লালাগে। মঙ্গলবার ভারতের তারকা খচিত ব্যাটিং লাইনআপকে তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন। ভারকতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন এই তরুণ স্পিনার। সেখানে অবশ্য বিরাট কোহলির উইকেট তুলে নেওয়ার মুহূর্তটাই তাঁর কাছে সবচেয়ে বিশেষ একটা মুহূর্ত বলে মনে করছেন এই তরুণ ক্রিকেটার।
পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও বিরাট কোহলি, লোকেশ রাহুলদের সেই পারফরম্যান্স দেখার প্রত্যাশাতেই ছিলেন সকলে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছিলেন দুনিথ ওয়েল্লালাগে। ম্যাচের ১১ ওভার পর্যন্ত বেশ ভালভাবেই খেলছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। কিন্তু পরিস্থিতিত বদলে গিয়েছিল এরপর থেকেই। দুনিথ ওয়েল্লালাগের প্রথম শিকারই ছিলেন এদিন ভারতীয় দলের তারকা ওপেনার শুভমন গিল। এরপরকই বিরাট কোহলিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। বিরাট কোহলির মতো ক্রিকেটারকে ৩ রানেই সাজঘরে ফিরে যেতে বাধ্য করেছি্লেন তিনি।
৪০ রান দিয়ে ভারতের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন দুনিথ ওয়েল্লালাগে
শুধুমাত্র বিরাট কোহলি এবং সুভমন গিল নন। এরপর একে একে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলদেরও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন দুনিুথ ওয়েল্লালাগে। এমন পারফরম্যান্স দেখানোর সঙ্গে এদিন একাধিক রেকর্ডও গড়েছেন শ্রীলঙ্কার ২০ বর্ষীয় এই তরুণ স্পিনার। েতবে এতকিছুর মধ্যেও দুনিথ ওয়েল্লালাগের কাছে সেরা উইকেট বিরাট কোহলির উইকেটটাই। ভারতের ব্যাটিং শেষে সেই কথা জানাতে দ্বিধাও করলেন না এই তরুণ ক্রিকেটার।
প্রথম ইনিংস শেষে ম্যাচের মাঝেই দুনিথ ওয়েল্লালাগে জানিয়েছেন, “হ্যা প্রথমেই আমি আমার সতীর্থ এহং বোলিং কোচকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে বোলিং কোচকেই ধন্যবাদ জানাতে চাই। সকলেই এটাপ অংশীদার। তাদের সাহায্য ছাড়া কখনোই আমি এমন পারফরম্যান্স দেখাতে পারতাম না। আমি্ নিজের পারফরম্যান্স নিয়েও অত্যন্ত খুশি। বিরাট কোহলির উইকেটটা আমার কাছে বিশেষ একটা উইকেট। আমি আমার মতো সাধারণ বোলিংই করতে চেয়েছিলাম এবং বেশী ভ্যারিয়েশন দেখাতে চাইনি”।
এবারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চেই সকলের নজর কেড়েছি্লেন এই তরুণ ক্রিকেটার। শ্রীলঙ্কার হয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। সেখানেই নিজের সেরা পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবার এশিয়া কাপের ম়ঞ্চেও নিজের সেই সেরা পারফরম্যান্স দিয়ে সকলের নজর কাড়লবেন দুনিথ ওয়েল্লালাগে।
The post বিরাট কোহলির উইকেটটাই সেরা , জানালেন দুনিথ ওয়েল্লালাগে appeared first on CricTracker Bengali.