Virat Kohli and KL Rahul. (Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে দলকে সামাল দিয়ে প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্সন করেছেন বিরাট কোহলি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দুর্ধর্ষ পার্টনারশিপ তৈরি করে ভারতের বিশ্বকাপের মঞ্চে জয় দিয়ে যাত্রাা শুরু করার প্রধান কারিগড় হলেন বিরাট কোহলি। ম্যাচের সময় থেকেই বিরাট কোহলির প্রশংসায় সকলে। এই পারফরম্যান্স শেষপর্যন্ত তিনি ধরে রাখতে পারেন কিনা তা তো সময়ই বলবে। বিরাট কোহলির এই পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন বারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। তরুণ ক্রিকেটারদের খান থেকে শিক্ষা নেওয়ারও বার্তা দিয়েছেন তিনি।
প্রথম ম্যাচেই বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার মতে দলসের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখথানেই দুর্ধর্, বোলিং পারফর্ম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে শেষ করে দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলও শুরুটা ভালভাবে করতে পারেননি। ৫ রানের মধ্যেই তিনটে উইকেট কুইয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই জায়গাতেই ভারতীয় দলের ত্রাতার ভূমিকায় নিয়েছিলেন বিরাট কোহলি। ধীরে ধীরে লোকেশ রাহুলের সঙ্গে বিল্চআপ ইনিংস খেলা শুরু করেছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি
সময় যত এগিয়েছিল ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিলেন বিরাট কোহলি। শুুরুর দিকে ভারতীয় দল পিছিয়ে পড়লেও, বিরাট কোহলির দক্ষ হাতই ভারতকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিল। তিনিই যে এদিন জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় তা বলার অপেক্ষা রাখে না। ১১৬ বলে বিরাট কোহলি ৮৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন। প্রায় আড়াই ঘন্টা এদিন ক্রিজে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অজি বোলাররা চেষ্টা চালালেও বিরাট কোহলিকে এদিন আটকাতে পারেননি। তাঁর এই পারফরম্যান্সের প্রশংসাতেই প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
ম্যাচ শেষে গৌতম গম্ভীর জানিয়েছেন, এই পারফরম্যান্স যেমন গুরুত্বপূ্র্ণ, সেইসঙ্গেই প্রমাণ করেন যে তিনি কতটা ধারাবিহক। আমি নিশ্চিত যে তাঁর এই পারফরম্যান্স থেকে তরুণ ক্রিকেটাররা শিখবেন ফিটনেস কতটা জরুরী। সেইসঙ্গে রানিং বিটুইন দ্য উইকেট এবং মিডল ওভারে কঠিন পরিস্থিতিতে কেমনভাবে চাপ নিতে হয় সেসবই তরুণ ক্রিকেটাররা শিখবেন। কারণ এখন টি টোয়েন্টি ক্রিকেটেরও একটা ফর্ম্যাট রয়েছে। বহু ক্রিকেটারই চান বলকে মাঠের বাইরে পাঠাতে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই বড় শটের কোনও চেষ্টা দেখা যায়নি বিরাট কোহলির মধ্যে। বরং লোকেশ রাহুলের সঙ্গে সেই সময় শর্ট রানের ওপরই জোর দিয়েছিলেন। এদিন ৮৫ রানের ইনিংসে বিরাট কোহলিরে ৬টি বাউন্ডারি মেরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির এই পারফরম্যান্স যে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
The post বিরাট কোহলির পারফরম্যান্স থেকে তরুণদের শিক্ষা নেওয়ার বার্তা গৌতম গম্ভীরের appeared first on CricTracker Bengali.










