Virat Kohli. ( Photo Source: Robert Cianflone/Getty Images )
গত বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস তৈরি করেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের সামনে ওডিআই ফর্ম্যাটে তাঁর সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছেন এই তারকা ক্রিকেটার। বিরাট কোহলির সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ওডিআই ফর্ম্যাটে ৫০টি সেঞ্চুরীর মালিক বিরাট কোহলি। এই রেকর্ডটা আগামী দিনে অন্য কারোর পক্ষে ভাঙাটা কার্যত অসম্ভব বলেই মনে করছেন সৌরভ গঙ্গপাধ্যায়। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে সেঞ্চুরী করেই সচিনের রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি।
এখনই যে এই যাত্রাটা শেষ নয় তা সকলের কাছেই স্পষ্ট। আগামী দিনে বিরাট কোহলি আরও ম্যাচ খেলবেন। সেখানে যে সংখ্যাটা ক্রমশই বাড়বে তা মানতেও কোনও দ্বিধা নেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার সেমিফাইনালের মঞ্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। সেখানেই ১১৩ বলে ১১৭ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সচিনের সামনেই তাঁর রেকর্ড ভেঙে বিশ্বকাপের মঞ্চে এক নচুন ইতিহাস তৈরি করেছেন ভারতের এই তারকা ক্রিকেটার।
১১৩ বলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রান করেছিলেন বিরাট কোহলি
তাঁর প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমি জানি না এই রেকর্ড অন্য কোনও ক্রিকেটার ভাঙতে পারবেন কিনা। এখনও পর্যন্ত অবশ্য বিরাট কোহলি তাঁর খেলা শেষ করেননি। এখন তাঁর বয়স মাত্র ৩৫, আরও অনেকদিন ভারতীয় দলের হয়ে খেলবেন তিনি। এটা সত্যিই একটা অসাধারণ প্রাপ্তি।
সেদিন রোহিত শর্মা ফেরার পরই মাঠে এসেছিলেন বিরাট কোহলি। সেই থেকেই বিরাট কোহলিকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল সকলের। আইসিসির নক আউট পর্বে ১৪টি ম্যাচ খেলে ফেললেও কখনও সেঞ্চুরী করতে পারেননি বিরাট কোহলি। ৯৪ রানই চিল তাঁর সর্বোচ্চ। সেই সমস্ত রেকর্ড কী বিরাট কোহলি পারবেন এই ম্যাচে ভাঙতে। এই প্রশ্নই সকলের মুখে ঘোরাফেরা করছিল। ওয়াংখেড়ের বাইশগজ থেকই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন কিং কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ৫০তম সেঞ্চুরী হাঁকিয়েই ভেঙে দিলেন আইডল সচিন তেন্ডুলকরের রেকর্ড।
বিরাট কোহলির রান যখন ৯০, সেই সময় থেকেই সকলের মুখে ছিল উদ্বেগের ছাপ। মনে প্রাণে সেই সময় সকলেই চাইছেন বিরাট কোহলির সেঞ্চুরী দেখতে। প্যাভিলিয়নে বসে থাকা রোহিত শর্মার চোখ চোখে মুকেও তখন বিরাট কোহলির সেঞ্চুরী দেখার প্রত্যাশার ছাপ স্পষ্ট। তেমনই ওয়াংখেড়ের অগুন্তী দর্শকও বিরাটের সেঞ্চুরীর অপেক্ষ সময় গুনছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। দু রান নিয়েই সেঞ্চুরী সম্পূর্ণ করেছিলেন বিরাট কোহলি।
The post বিরাট কোহলির ৫০টি সেঞ্চুরীর রেকর্ড ভাঙা কঠিন হবে, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.