Rinku Singh. ( Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images )
আইপিএলের মঞ্চে নিজের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন রিঙ্কু সিং। সেই পারফরম্যান্সের ধারা এবার দেশের জার্সিতেও অব্যহত রেখেছেন এই তারকা ক্রিকেটার। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ রানে ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজও ভারতের পকেটে। সেই ম্যাচেও ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিঙ্কু সিং। শুধু তাই নয় তাঁর হাত থেকে শেষ ম্যাচে দেখা গিয়েছে একের পর এক বড় শট। অজি বোলারদের বিরুদ্ধে রিঙ্কু সিংয় হাঁকিয়েছিলেন ১০০ মিটারের দীর্ঘ ওভার বাউন্ডারি।
কীভাবে তিনি এতবড় শট মারতে পারলেন তা নিয়েই চলছিল নানান কথাবার্তা। রিঙ্কু সিংয়ের কাছেও এই একই প্রশ্ন গিয়েছিল। এই শটের পিছনে রহস্য কী তা বলতে খুব একটা দ্বিধা করেননি রিঙ্কু সিং। ম্যাচ শেষেই তাঁর এই বিরাট ওভার বাউন্ডারি হাঁকানোর পিছনের রহস্য সকলের সামনে এনেছেন তিনি। প্রতিদিন যেমন প্রস্তুতি সারেন। জিম সেশনে সময়. কাটানোর পাশাপাশি তিনি খেতেও ভালবাসেন। সেইসঙ্গে চলে তাঁর ভরোত্তলনের প্রস্তুতিও। আর সেই কাজটাই যে তাঁকে এতবড় ছয় হাঁকাতে সাহায্য করে তা বলতে কোনও দ্বিধা নেই রিঙ্কু সিংয়ের।
চতুর্থ ম্যাচে ২৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ শেষে রিঙ্কু সিং নিজেকে প্রস্তুত করা প্রসঙ্গে জনিয়েছেন, “জিমে আমি সবসময় নিজের কাজের নিষ্ঠার প্রতি মনোযোগ দিয়ে থাকি। আমি ভাল খাবার খেতে ভালবাসি। সেইসঙ্গে ভারোত্তলনের দিকেও আমার যথেষ্ট আকর্ষণ রয়েছে”।
ভারতীয় দলের হয়ে এই সিরিজে পাঁচ নম্বরে নামছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই একই পারফরম্যান্সের ঝলক দেখা গিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯ বলে তাঁর ৩১ রানের ইনিংস জুড়ে ছিল চারটি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। সেই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষেই নিজের স্বস্তির কথা জানিয়েছিলেন সূর্যকুমার যাদব।
চতুর্থ ম্যাচেও শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন রিঙ্কু সিং। তাঁর হাত ধরেই যে ভারতীয় দল নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের প্রতিটি ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্সের পরিচয় দিচ্ছেন রিঙ্কু সিং। এবারের আইপিএলেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পেয়েছেন তিনি। সেখানেও নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post বিরাট ছয় হাঁকানোর স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং appeared first on CricTracker Bengali.










