বিশেষ ভিডিও তৈরি করে এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা বিসিসিআইয়ের

জুলাই 7, 2023

No tags for this post.
Spread the love

MS Dhoni. (Photo by Christopher Lee-ICC/ICC via Getty Images)

ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক তিনি। সেই মহেন্দ্র সিং ধোনিই শুক্রবার ৪২-এ পা দিলেন। তাঁকে নিয়ে যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় শুভেচ্ছা বার্তার ঢল নামবে তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার মহেন্দ্র সিং ধোনির জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিা জুড়ে শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। তাকেইএক অভিনব কায়দায় শুভেচ্ছা বার্তা জানাল বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের মঞ্চে এমএস ধোনির ওভার বাউন্ডারির স্বাক্ষী সকলেই রয়েছেন। তাঁর হেলিকপ্টার শটের ভক্তও যে নেহাত কম নেই তা বলা চলেন।

এমএসডি মাটে থাকবেন আর সেখানে বিরাট ছয় হাকাবেন না এওমনটা বার হয়  নাকি। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালের শেষটাও তো তাঁর চেনা ছন্দেই করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বিশ্বকাপ জয়ের উইনিং শট নিয়েছিলেন এক বিরাট ছয় হাঁকিয়ে। বিভিন্ন কায়দায় এমএস ধোনির ছয় সকলকে মুগ্ধ করেছিল বারবার। সেই বিশেষ বিশেষ ছয়ের কোলাজ করেই এক অসাধারণ ভিডিও দিয়ে এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালো বিসিসিআই। আর সেই ভিডিও দেখেই আপ্লুত সকলে।

একমাত্র অধিনায়ক হিসাবে আইসিসির তিনটি ট্রফিই জিতেছেন এমএস ধোনি

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি। তাঁর হাত ধরেই সবচেয়ে বেশী ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে এমএস ধোনিকে প্রথখমবার ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। প্রথমেই কঠিন দায়িত্ব ওঠে তাঁর ওপর। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব উঠেছিল মহেন্দ্র সিং ধোনির কাঁধে। প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেছিলেন তিনি। তাঁর হাত ধরে প্রথমবারই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।

Captain. Leader. Legend! 🙌

Wishing @msdhoni – former #TeamIndia Captain & one of the finest to have ever graced the game – a very happy birthday 🎂

Here’s a birthday treat for all the fans – 7️⃣0️⃣ seconds of vintage MSD 🔥 🔽https://t.co/F6A5Hyp1Ak pic.twitter.com/Nz78S3SQYd

— BCCI (@BCCI) July 7, 2023

এরপর থেকে সাফল্যের রাস্তা ধরে এমএস ধোনি ক্রমশই এগিয়ে গিয়েছেন। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসেছিল। সেখানেই ২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছিল ভারতীয় দলের। এমএস ধোনির হাত ধরেই সেই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেখানেি ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে প্রধান কারিগড় ছিলেন এমএস ধোনি। ফাইনালের মঞ্চে তাঁর সেই পারফরম্যান্স এখনও যেন সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। ধোনির জবন্মদিন যে সকলের কাছেই অত্যন্ত বিশেষ তা বলার অপেক্ষা রাখে না।

ধোনি অবশ্য তাঁর জন্মদিনটা নিজের পরিবার এবং কাছের মানুষদের সঙ্গেই কাটাচ্ছেন। বরাবরই তাঁর বোঝা খুব মুশকিল। এবারের আইপিএলেও তো চেন্নাই সুপার কিংসকে তাদের পঞ্চম আইপিএল ট্রফিটা এনে দিয়েছেন এমএস ধোনি। ক্যাপ্টেন কুলের জন্মদিনেই এখন মাতোয়ারা সকলে।

The post বিশেষ ভিডিও তৈরি করে এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা বিসিসিআইয়ের appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador