Suryakumar Yadav. (Photo by Hannah Peters/Getty Images)
টি টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখাতে পারলেও এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটের ক্রিকেটে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই সূর্যকুমার যাদব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও সূর্যকুমার যাদব সুযোগের সদ্ব্যাবহার করতে পারেননি। তবুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল ভারতীয় দলকে। সেখানেই শেষপর্যন্ত কীহয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। তবে বিশ্বকাপের আগে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজই যে সূর্যকুমার যাদবের কাছে শেষ পরীক্ষা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
দেশের জার্সি থেকে আইপিএলের ম়্চে, টি টোয়েন্টি ফর্ম্যাটে সূর্যকুমার যাদব বরাবরই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। কিন্তু সেই পারফরম্যান্স ওডিআই ক্রিকেটের মঞ্চে একেবারেই ধরে রাখতে পারেননি সূর্যকুমার যাদব। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে রাখা হয়েছিল সূর্যকুমার যাদবকে। কিন্তু সেখানেও নি্জের জায়গা ধরে রাখতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ২৬ রান করতে পেরেছিলেন সূর্যকুমার যাদব
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটাররা সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। সেখানেই সূর্যকুমার যাদবের সামনে একটা বড় সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু সেই লক্ষ্যে সাফল্য পেতে পারেননি এই তারকা ক্রিকেটারা। বাংলাদেশের বিরুদ্ধে ৩৪ বলে ২৬ রান করতে পেরেছিলেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের এমন পারফরম্যান্স যে ভারতীয় শিবিরের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন সকলে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অবশ্য সূর্যকুমার যাদবকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। সেখানেই শেষপর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এশিয়া কাপের আগে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআই সিরিজের মঞ্চে নেমেছিলেন সূর্যকুমার যাদব। সেখানে অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি এই তারকা ক্রিকেটার। সেখানেই তিন ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন সূর্যকুমার যাদব। এবার সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নামছে ভারতীয় দল। সেখানে প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটাররা নেই। সেখানে সূর্যকুমার যাদব যে সুযোগ পাবেন তা বলার অপেক্ষা রাখে না।
এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচই সূর্যকুমার যাদবের সামনে সবচেয়ে বড় সুযোগ এখন। শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটার তাঁর টি টোয়েন্টির পারফরম্যান্স ওডিআইতেও দেখাতে পারেন কিনা সেটাই দেখার।
The post বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজই সূর্যকুমার যাদবের সামনে প্রধান পরীক্ষা? appeared first on CricTracker Bengali.