Mohammed Siraj. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty ImagesImage )
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছে ভারতীয় দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। একটানা ম্যাচ খেলার ফলে এই সিরিজের প্রথম দুটো ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ফিরলেও ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার। এবারের বিশ্বকাপের মঞ্চেও যে মহম্মদ সিরাজ ভারতীয় শিবিরের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানে নামার আগেই মহম্মদ সিরাজের প্রশংসায় প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই ছয় উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। রান দিয়েছিলেন মাত্র ২১। এমন বোলিং পারফরম্যান্সের সঙ্গেই কেরিারের অন্যতম দুটো রেকর্ড গড়ে ফেললেন তিনি। এদিন নিজের তৃতীয় ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। সেইসঙ্গেই চামিন্ডা ভাসের ২০ বছরের পুরনো রেকর্ড স্পর্ষ করলেন এই তারকা ক্রিকেটার। ওডিআই ফর্ম্যাটে যুগ্মভাবে দ্রুততম ৫ উইকেট নেওয়াকর নিজর গড়েছেন মহম্মদ সিরাজ। এদিন ১৬ বলে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটার হিসাবেও গড়েছিলেন রেকর্ড।
এশিয়া কাপ ফাইনালে একাই ৬ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ
সেই ম্যাচে কুশল পেরেরার উইকেট নিয়ে শুরুটা করেছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকেই মাঠে শুরু মহম্মদ সিরাজের ঝড়। শুরুটা করেছিলেন পাথুম নিসাঙ্কার উইকেটটা নিয়ে। এরপর বিধ্বংসী বোলিং পারফরম্যান্স দেখিয়ে একে একে সামারা বিক্রমা, চরিথ আসালঙ্কা, দাসুন শনাকা এবং ধনঞ্জয় ডিসিলভাগদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই যে ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। এরকপরও থেমে থাকেননি তিনি। এদিন মহম্মদ সিরাজের শেষ শিকার ছিলেন কুশল মেন্ডিস।
মহম্মদ সিরাজের সেই পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত প্রাক্তন অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। তাঁর মতে মহম্মদ সিরাজ অনেক তারকা বোলারের থেকেই এগিয়ে রয়েছেন। তিনি জানিয়েছেন, “যে কারণে আমি অবসর নিয়েছি তা হল ভুবনেশ্বর কুমার। তিনি এমন একজন ক্রিকেটার যাঁকে আমি সবসময় এড়িয়ে চলতে চাইতাম। যদিও এখন আমরা দুজনের কেউই আর খেলি না। সেজন্যই আমি মনে করি যে নতুন বলে যে বোলাররা সুইং করাতে পারে, তারা সত্যিই অত্যন্ত ভয়ঙ্কর। মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, কাগিসো রাবাডারা এবং বিশেষ করে মহম্মদ সিরাজ। এই মুহূর্তে বিশ্বে যেকোনও বোলারের থেকে সেরা বোলার তিনি”।
এশিয়া কাপের পারফরম্যান্স যে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৮ অক্টোবর এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় দল বিশ্বকাপে যাত্রা শুরু করবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বিশ্বকাপের আগে মহম্মদ সিরাজের প্রশংসায় অ্যারণ ফিঞ্চ appeared first on CricTracker Bengali.