বিশ্বকাপের প্রোমোতে এবার সুপারস্টার শাহরুখ খান

জুলাই 20, 2023

No tags for this post.
Spread the love

ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)

হাতে আর খুব একটা বেশী সময় বাকি নেই।  আগামী ৫ অক্টোবর তেকে শুরু হতে চলেছে এবারের  ওডিআই বিশ্বকাপ। সেখানেই বিশ্বকাপের প্রোমোতে এবার শাহরুখ খান। আইসিসির সেই প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। সেই প্রোমোর ভিডিও ভাইরাল হতেও খুব একাট বেশী সময় নেয়নি। বিশ্বকাপের সঙ্গে শাহরুক খানকে দেখেই সকলে আপ্লুত। শুরু হয়েছে নানান হিসাব নিকাশও। যদিও আইসিসির তরফে এখনও পর্যন্ত সেই বিষয় নিয়ে  মুখ খোলা হয়নি। এমনকী বিশ্বকাপের সেই প্রোমোতেও স্পষ্টভাবে কিছু বলা হয়নি।

১১ বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেই খবর শোনার পর থেকেই তো সকলের প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল। গত মাসেই ওডিআই বিশ্বকাপের সূচীও ঘোষণা হয়ে গিয়েছে। সেই থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। সেখানেই শেষপর্।ন্ত কোন অঘধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে তা তো সমই বলবে। সেই বিশ্বকাপের প্রোমোতেই এবার ভারতের সুপারস্টার শাহরুখ খান। বলিউডের “পাঠানের” ছোঁয়াতে সেই উত্তেজনার পারদ যে রও বেড়ে গিয়েছে তা বলাই বাহুল্য।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ

সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনাও। এবারের বিশ্বকাপে কী ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখতে পাওয়া যাবে শাহরুখ খানকে। যদিও তা নিয়ে এখনই আইসিসি কিংবা শাহরুখ খানের তরফে  স্পষ্টভাবে কোনওকিছু জানানো হয়নি। কিন্তু শাহরুখের বিশ্বকাপের ট্রফির সঙ্গে অএই প্রোমো যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে তা কার্যত স্পষ্ট। এখন  শুধুই বিশ্বকাপ সুরু হও.য়ার অপেক্ষায় রয়েছেন সকলে। বিশ্বকাপের ঢাকে কার্যত কাঠি পড়ে গিয়েছে।

History will be written and dreams will be realised at the ICC Men’s Cricket World Cup 2023 🏆

All it takes is just one day ✨ pic.twitter.com/G5J0Fyzw0Z

— ICC (@ICC) July 20, 2023

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। সেখানেই ভারতীয় দল নামবে ৮ অক্টোবর। প্রতিপক্ষ পাঁচবারের বিস্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।  তবে সকলের নজরক এখন থেকেই রয়েছে আহমেদাবাদের স্টেডিয়ামে।  ১৫ অক্টোবর সেই মাঠেই তো চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা সকলেই জানে।

এবারের বিশ্বকাপও হচ্ছে রাউন্ড রবিন নিয়েমেই। প্রতিটি দলই প্রত্যাকের বিরুদ্ধে মাঠে নামবে। বিশ্বকাপ ঘিরে প্রতিটি মাঠেই এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। বিশ্বকাপ ঘিরে সাজো সাজো রব চলছে এখন। সেখানেই শেষপর্যন্ত কোন দলের হাতে চ্যাম্পিয়নের খেতাব ওঠে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post বিশ্বকাপের প্রোমোতে এবার সুপারস্টার শাহরুখ খান appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8