Fakhar Zaman. ( Image Source: Twitter )
সম্প্রতি সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ফখর জামনের। এশিয়া কাপের পর বিশ্বকাপের মঞ্চেও রানের খরা অব্যহত এই তারকা পাক ক্রিকেটারের। পাকিস্তানের ওপেনিংয়ে অন্যতম প্রধান ভরসা এই তারকা ক্রিকেটার। কিন্তু এখনও পর্যন্ত পাকিস্তান শিবিরকে স্বস্তি যোগাতে ব্যর্থই হয়েছেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল পাকিস্তান। সেখানে যে এই তারকা ক্রিকেটারের ওপর পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ভরসা অনেকটাই বেশী ছিল। কিন্তু সেই ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন ফখর জামন।
ধারেভারে বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তান যে এগিয়ে থেকেই নেমেছে। কিন্তু সেখানেও ওপেনিংয়ে পাকিস্তানের হয়ে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে ১২ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ফখর জামনের। নেদারল্যান্ডসের মতো দলের বিরুদ্ধে ১২ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। শুধুমাত্র বিশ্বকাপের মঞ্চেই নয়, এবারের এশিয়া কাপেও ফখর জামনের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখীই ছিল। বিশ্বকাপের মতো মঞ্চেও সেই ছবি বদলালো না।
শেষ আট ম্যাচে ফখর জানের রান
৪ বনাম শ্রীলঙ্কা
২৭ বনাম ভারত
২০ বনাম বাংলাদেশ
০ বনাম ভারত
১৪ বনাম নেপাল
২৭ বনাম আফগানিস্তান
৩০ বনাম আফগানিস্তান
২ বনাম আফগানিস্তান
বিশ্বকাপের আগে শেষ আটটি ম্যাচের মধ্যে একটিতেও অর্ধশতরান করতে পারেননি ফখর জামন। শুধু তাই নয় এই সাতটি ম্যাচের মধ্যে ফখর জামনের সর্বোচ্চ রান ছিল ৩০ । অগস্ট মাসে সেই ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৩০ রান করেছিলেন ফখর জামন। এরপর এশিয়া কাপের মঞ্চেও তাঁর খারাপ পারফরম্যান্সের ধারা অব্যহত ছিল। এই তারকা ক্রিকেটারের এমন পারফরম্যান্স যে পাকিস্তান শিবিরে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মঞ্চেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি।
এবারের এসিয়া কাপের মঞ্চে হট ফেভারিট হলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছিল। বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান। সেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ম্যাচে নেমেছে পাকিস্তান। সেই ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকেই ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক। সামনে বড় রান করার সুযোগ থাকলেও সেটা করতে পারলেন না ফখর জামন।
পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেননি তিনি। লোগান ফান বিকের বিরুদ্ধে ১২ রানেই থামতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। তাঁর এমন পারফরম্যান্স যে পাক ক্রিকেট মহলে ক্রমশই সমালোচনার সুর চড়া করতে থাকবে তা বলাই বাহুল্য। যদিও এখনও অনেকগুলো ম্যাচ রয়েছে। সেখানেই তিনি ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বিশ্বকাপের মঞ্চেও রানের খরা অব্যহত ফখর জামনের appeared first on CricTracker Bengali.