Aakash Chopra. (Photo Source: Instagram)
ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেনি টিম ইন্ডিয়া। এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় দলকে বিরাট সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। আর তাতেই আপ্লুত সকলে। এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন দলের তকমাই দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। ঘরের মাঠে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিততে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। শেষ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা। বল হাতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজারা। আর সেটাই যে প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের আপ্লুত করছে তা বলাই বাহুল্য।
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে অপরাজিত রয়েছে ভারত
আকাশ চোপড়ার মতে এই মুহূর্তে প্রতি জায়গাতই শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। সেই সঙ্গে গত বুধবারই ওডিআই ক্রিকেটের মঞ্চে শীর্ষস্থানে পৌঁছেছেন শুভমন গিল ও মনহম্মদ সিরাজ। এই মুহীূর্তে ক্রিকেটের প্রতি ক্ষেত্রেই শীর্ষস্থানে রয়েছে ভারত। সেই দিক বিচার করেই ভারতীয় দল নিয়েই এমন বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এবারের বিশ্বকাপে একেবারে চ্যাম্পিয়নদের মতো খেলছে ভারতীয় দল। সরাসরি না বললেও এই ভারতীয় দলকেই যে তিনি চ্যাম্পিয়ন হিসাবে দেখছেন তা বলাই অপেক্ষা রাখে না।
নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “এই মুহূর্তে কাওকেই আমরা আমাদের কাছে আসতে দিচ্ছি না। শুধুমাত্র আমরা এক নম্বর দলের মতো খেলছিনা , এই মুহূর্তে আমরা এক নম্বরেও রয়েছি। ক্রিকেটটা এবার একেবারে চ্যাম্পিয়নদের মতো খেলছি আমরা। শুধুমাত্র একটি ফর্ম্াটেই নয়, প্রতিটি ফর্ম্যাটেই সেভাবে খেলছি আমরা। এই মুহূর্তে যদি আমাদের কাছে একটি পুরস্কার থাকে, আমাদের কাছে সবকটি পুরস্কারও চলে আসবে”।
শেষ ম্যাচে বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই নামার জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এই ম্যাচেই বড় রানে ফেরার লক্ষ্যে রয়েছেন শুভমন গিল। ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post বিশ্বকাপের মঞ্চে চ্যাম্পিয়নের মতো খেলছে ভারত, মনে করছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.










