Virat Kohli & Shreyas Iyer. ( Photo Source: Surjeet Yadav/Getty Images )
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারতীয় দল। সেইসঙ্গে ওডিআই বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসাবে ভারতের প্রথম চার ব্যাটারই ৫০+ রান করার রেকর্ড গড়েছেন। শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারদের ব্যাটে দেখা গিয়েছে অর্ধশতরানের ঝলকষ। আর তাতেই বিশ্বকাপের ম়্চ এক নতুন ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে এবারের বিশ্বকাপের মঞ্চে এই রানই ভারতীয় দলের সর্বোচ্চ রান।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচে নেমেছিল ভারত। সেখানে শুরু থেকেই ছিল একের পর এক দুরন্ত ইনিংস। রোহিত শর্মা এবং শুভমনগিল যেমন শতরানের পার্টনারশিপ খেলেছিলেন। তেমনই বড় রহানের নিংস খেলেছিলেন বিরাট কোহলি থেকে শ্রেয়স আইয়াররা। যদিও ভারতীয় দলের হয়ে এদিন সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার। এই তারকা ক্রিকেটারের অর্ধশতরান পাওয়ার পরই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল এক নতুন রেকর্ড গড়ল। আর তাতেই আপ্লুত অগুন্তী ভারতীয় সমর্থক।
চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরী পেয়েছেন শ্রেয়স আইয়ার
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের তারকা অধিনায়ক রোহিত শর্মা। সেখানে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। তাদের হাত ধরেই ১০০ রানের গন্ডী টপকে গেছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে দুজনেই অর্ধশতরানও করেছিলেন এদিন। সেখানেই ৫১ রানের ইনিংস খেলে থেমে গেছিলেন শুভমন গিল। কিছুক্ষণের মধ্যেই ৬১ রানে থেমে গেছিলেন রোহিত শর্মাও। সেই জায়গা থেকেই দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। ৫৬ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
যদিও বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনিও। সেই জায়গা থেকেই ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন শ্রেয়স আইয়ার। তিনি অর্ধশতরান করার সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে নয়া ইতিহাস তৈরি করে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের প্রথম দল হিসাবে ভারতের টপ অর্ডারের চার ক্রিকেটারের ব্যাটে দেখা যায় এদিন অর্ধশতরানের ঝলক। এই রেকর্ড এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে কোনও দলের ক্রিকেটাররাই করতে পারেননি।
অর্ধশতরানের পাশাপাশি এদিন শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে দেখা যায় সেঞ্চুরীরও ঝলক। আর সেই পারফরম্যান্স দেখেউ আপ্লুত হয়েছেন অগুন্তী ক্রিকেট সমর্থক।
The post বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করল ভারত, প্রথম চার ব্যাটারই পেলেন অর্ধশতরান appeared first on CricTracker Bengali.