Hardik Pandya. (Photo by Hagen Hopkins/Getty Images)
চোট সারিয়ে ফেরার পর থেকে সেভাবে বল হতে নিয়মিতভাবে দেখা যেত না হার্দিক পান্ডিয়াকে। কিন্তু ,সামনেই রয়েছে বিশ্বকাপের সর।তার আগে নিজেকে যে সম্পূর্মভাবে প্রস্তুত করতে চাইছেন এই তারকা ক্রিকেোটার তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচেই আরও বেশী করে বোলি্ং করতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচে হারের পর সেই কথা বলতে দ্বিধা করেননি হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে প্রায় সাত ওভার বোলিং করেছিলেন হার্দিক পান্ডিয়া। যদি উইকেট তুলতে পারেননি তিনি।
ব্যাটিংয়ের পাশাপাশি ভাল বোলিংটাই যে হার্দিক পান্ডিয়াকে ভারতীয়দের অটোমেটিক চয়েজ করে তুলেছিল একসময় তা বলার অপেক্ষা রাখে না। যদি মাঝে কোমড়ের চোটের জন্য হার্দিক পান্ডিয়াকে বল হাতে দেকাই যেত না। সেইসহ্গে ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। সেই হার্দিক পান্ডিয়াই একস,ময় ভারতীয়দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু আাইপিএল থেকেই ফের একবার প্রত্যাবর্তন করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই থেকেই ফের ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি।
দ্বিতীয় ওডিআই ম্যাচে ৬.৪ ওভার বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া
চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এএকদিনেরক সিরিজেও ভারতীয়দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ম্যাচে তাঁর তত্ত্বাবধানেই নেমেছিল ভারতীয়দল। যদিওসেখানে ব্যাটহাতে হার্দিক পান্ডিয়া বড় রান করতে পারেননি। সেই ম্যাচে কিন্তু বল হাতে দেখা গিয়েচে ভারতীয়দলের এই তারকা ক্রিকেটারকে। বিশ্বকাপের আগে নিজের বোলিং স্কীলকেই আরওবেশী ধার দিতে চাইছেন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয়ম্যাচে ৬.৪ ওভার বোলিং করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানে উইকেট না পেলেও রান কম দিয়েমিডল ওভারে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খানিকটা চাপ তৈরি করতে পেরেছিলেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের আগে প্রতি ম্যাচে বেশী করে বোলিং করাটাই এখন অন্যতম প্রধান লক্ষ্য হার্দিক পান্ডিয়ার।
ম্যাচ শেষ হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “বিশ্বকাপের জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য আরও বেশী ওভার বোলিং করতে চাই আমি। এই মুহূর্তে কচ্ছপ হওয়াটাই সবচেয়ে প্রয়োজনীয়। খরগোশ হতে চাই না। আমি আশাবাদী যে বিশ্বকাপের মঞ্চে সবকিছু বেশ ভালভাবেই এগোবে”।
আগামী অক্টোবরে বিশ্বকাপের মঞ্চে নামবে বারতীয়দল।ষ সেখানে প্রথম ম্য়াচেই ভারতের প্রতিপক্ষ পাঁচবারের বিস্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তার আগেই অবশ্য ভারতীয় দল নামবে এশিয়া কাপের মঞ্চে। সেখানে হার্দিক পান্ডিয়ার অল রাউন্ড পারফরম্যান্স দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post বিশ্বকাপের মঞ্চে নামার আগে নিজের বোলিং প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ হার্দিক পান্ডিয়া appeared first on CricTracker Bengali.