Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter )
চলতি মাসেই ওডিআই বিশ্বকাপের সূচী ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেই সূচী ঘোষণা হওয়ার পর থেকেই সকলের নজর রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ থেকে। আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের সূচী ঘোষণা হয়েছিল। এই ম্যাচ ঘিরে সেই থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। কিন্তু সেই ম্যাচেরই সময় নাকি এবার বদে যেতে চলেছে। শোনাযাচ্ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন নাকি এবার বদলে যেতে চলেছে।
গুজরাতের আহমেদাবাদে এবারের বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই সময় ভারত জুড়ে শুরু হবে নবরাত্রি। ১৫ অক্টোবরই হবে নবরাত্রি। সেই দিনই গুজরাত জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হয় গাবরা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের কথা মাথায় রেখেই বদলে যেতে পারে এই ম্যাচের দিন। নিরাপত্তা জনিত কারণেই অএমন ভাবনার কথা শুরু হয়েছে। যদিও শেষপর্যন্ত কী হবে তা অএখনই নিশ্চিত হয়নি।
১৫ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ
ওডিআই বিশ্বকাপের সূচী ঘোষণা হওয়ার পর থেকেই বারকত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ। ইতিমধ্যেই সেই ম্যাচের সময় আহমেদাবাদের বিভিন্ন হোটেল সমস্তজায়গাও বুকিং প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনা কিন্তু খানিকটা হলেও দুঃসংবাদ ক্রিকেট প্রেমীদের কাছে। সেখানে খেলা দেখার ব্যবস্থা ইতিমধ্যেই পাকাপাকি করে ফেলেছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু ম্য়াচের দি বদলের খবর যে তাদের অস্বস্তি অনেকটাি বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।এই খবর নিয়েই এখন জল্পনা তুঙ্গে পৌঁছেছে।
বিশ্বকাপের আগেই অবশ্য ভারত ও পাকিস্তান একে ইপরের মুখোমুখি হবে। আগামী অগস্ট মাসের শেষেই শুরু হতে চলেছে এবূারের এসিয়াকাপ। সেখানেি পাকিস্তানের বিরুদ্ধে দুবার মুখোমুখি হবে ভারতীয় দল. পাইনালে উঠলে একে অপরের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হবে তারা। তবে বিস্বকাপের মঞঢ্তে ভারপত বনাম পাকিস্তান ম্যাচের উন্মাদনা যে অনেকটাই অন্যকম তা বলার অপেক্ষা রাখে না। তবে বিশ্বকাপের মঞ্চে সেই দিন বদল হয় কিনা সেটাই দেখার অপেক্ষার রয়েছে সকলে।
শোনাযাচ্ছে বিসিসিাইয়ের তরফে নাকি এই কথা ইতিমদ্যেই ইসিসিকে জানানো হয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলের কথাও জানানো হয়েছে তাদের তরফে। যদিও এখনও পর্যন্ত আইসিসির তরফে সেভাবে কিছু ঘোষণা করা হয়নি। শেষপর্যন্ত ভারত বনাম পাকিস্তান ম্যাচের সূচী পরিবর্তন হয় কিনা সেটাই দেখার।
The post বিশ্বকাপের মঞ্চে বদলে যেতে পারে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন appeared first on CricTracker Bengali.