Mehidy Hasan Miraj. ( Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images)
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই ৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে বাংলাদেশ বাহিনী। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তার আগে বাংলাদেশ স্কোয়াডের তারকা ক্রিকেটার মেহিদী হাাসান মিরাজকে নিয়ে আশাবাদী প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তাঁর মতে এঅই বিশ্বকাপের মঞ্চে বাংলাদশ স্কোয়াডের সাফল্যের চাবিকাঠি হতে চলেছেন মেহিদী হাসান মিরাজ। বিশেষ করে তাঁর অল রাউন্ড পারফরম্যান্স দোর পরই এই তারকাকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছে।
সম্প্রতি বাংলাদেশের হয়ে ভাল পারফর্মযান্সই দেখিয়েছেন মেহিদী হাসান মিরাজ। এশি.য়া করাপের মঞ্চ থেকে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচ। সব জায়গাতেই বাংলাদেশের হয়ে সাফল্য পেয়েছেন তিনি। ব্যাট হাতে দলের আট নম্বর পজিশনে নেমে যেমন সেঞ্চুরী ইনিংস খেলেছেন তিনি। তেমনই বাংলাদেশের হয়ে ওপেনিংও করতে পারেন মেহিদী হাসান মিরাজ। এমন পারফর্মযান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে আপ্লুত মাশরাফি মোর্তাজা। শেষপর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তিনি কী করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন মেহিদী হাসান মিরাজ
এশিয়া কাপের মঞ্চে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। সেইসঙ্গে নতুন রেকর্ডও গড়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরী ইনিংস খেলার রেকর্ড গড়েছিলেন তিনি। এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধেই সেই রেকর্ড গড়েছিলেন মেহিদী হাসান মিরাজ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সেখানেও বড় রানের ইনিংস খেলেছিলেন মেহিদী হাসান মিরাজ। সেই ম্যাচে তিনি ৬৭ রান করেছিলেন। এবার বিশ্বরাপের মঞ্চে তাঁর নামাপ অপেক্ষা।
বিশ্বকাপে নামার আগেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মাশরাফি মোর্তাজা। তিনি জানিয়েছেন, “আমার মতে লিচটন দাস ও তানজিদ তামিম হলেন এঅই মুহূর্তে বাংলাদেশের দুই সেরা ওপেনার। তারা দুজন ওপেনিং পজিশনে খেলবেন এবং মিরাজের সঙ্গে মাঝেমধ্যেোই পজিশন পরিবর্তন হতে পারে। সেখানেই নাজমুল হোসেন শান্ত খেলবেন তিন নম্বর পজিশনে। এই দলের না.ক হলেন হলেন মেহিদী হাসান মিরাজ। যেকোনও পরিস্থিতিতে দলের হয়ে যেকোনও পজিশনে খেলার দক্ষতা রয়েছে তাঁর”।
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল পরিস্থিতি। সেইসঙ্গে চোটের জন্য প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে রয়েছেন সাকিব অল হাসান। বিশ্বকাপের মঞ্চে নামার আগে তা যে ক্রমশই চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post বিশ্বকাপের মঞ্চে মেহিদী হাসান মিরাজকে নিয়ে আশাবাদী মাশরাফি মোর্তাজা appeared first on CricTracker Bengali.